আল্লাহর ৯৯ নাম এবং এর ফজিলত

আল্লাহর
৯৯ নাম এবং এর ফজিলত

আবু হুরাইরাহ্‌ রাদিআল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিতরসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনআল্লাহ্‌ তাআলার রয়েছে নিরানব্বইটি নামআছে , যে এই নামগুলি মনে রাখবেবুঝবে এবং উপলব্ধি করবেজান্নাতে প্রবেশ করবে  [বুখারি .৫০:৮৯৪মুসলিম ৩৫:৬৪৭৬আততিরমধি ৫১.৮৭:৫১৩৮]

.  আল্লাহ (الله)  – Allah

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার ইয়া আল্লাহ! পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একীন দৃঢ়তা অর্জন করতে পারবে। কোন দূরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে, তা হলে সে আরোগ্য লাভ করবে।

আর-রাহমানু (الرحمن) – অসীম দয়ালু, পরম করুণাময়, কল্যাণময়

Ar-Rahman
– The One who has plenty of mercy for the believers and the blasphemers in this world and especially for the believers in the hereafter.
– The Most Merciful

ফজিলত: প্রত্যহ প্রতি নামাযের পরে একশবার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য অলসতা দূর হয়ে যাবে।

আর-রাহীমু (الرحيم) – বড় মেহেরবান, অতি দয়ালু

Ar-Rahim

– The One who has plenty of mercy for the believers.

– The most Compassionate

ফজিলত: কেউ নাম প্রত্যহ নামাযান্তে একশ বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ-বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়।

আল-মালিকু (الملك) – সর্বকর্তৃত্বময়, অধিপতি, প্রকৃত বাদশা, মালিক

Al-Malik

– The One Whose Dominion is clear from imperfection, the One with the complete Dominion.

– The Monarch, the King

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন।

আল-কুদ্দুস (القدوس) – নিষ্কলুষ, মন্দ থেকে মুক্ত, অতি পবিত্র

Al-Quddus

– The One who is pure from any imperfection and clear from children and adversaries.

– The Holy one

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের (দুপুরের সূর্য ঢলে যাওয়ার) পরে পবিত্র নাম বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রূহানী ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে।

আস-সালামু (السلام) – নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী, ত্রাণকর্তা, ত্রটিহীন, দোষমুক্ত

As-Salam


– The One who is free from every imperfection.

– The Peace, The Tranquility

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে নাম পড়বে, সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ১১৫ বার নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁ দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন।

. আল-মুমিনু (المؤمن) – ঈমান নিরাপত্তাদানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী

Al-Mu’min

– The One who witnessed for Himself that no one is God but Him. And He witnessed for His believers that they are truthful in their belief that no one is God but Him.

– The One with Faith

– The Faithful, The Trusted

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি কোন ভয়ের সময়ে ৬৩০ বার নাম পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ক্ষতি থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জাহেরী-বাতেনী নিরাপত্তা দান করবেন।

. আল-মুহাইমিনু (المهيمن) – রক্ষাকারী, প্রতিপালনকারী, অভিভাবক

Al-Muhaymin

– The One who witnesses the saying and deeds of His creatures.

– The Protector

– The vigilant, the controller

ফজিলত: যে ব্যক্তি গোসল করে দুরাকাত নামায পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার নাম পাঠ করবে, আল্লাহ তার জাহের-বাতেন পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি ১১৫ বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে।

. আল-আজীজু (العزيز) – অপরাজেয়, পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত

Al-‘Aziz

– The Defeater who is not defeated.

– The Mighty

– The Almighty, the powerful

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। আর যে ব্যক্তি ফজরবাদ ৪১ বার পাঠ করবে, তার কারুর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে।

১০. আল-জাব্বারু (العزيز) – সর্বাধিক পরাক্রমশালী, মহাপ্রতাপশালী, দুর্নিবার, অতীব মহিমান্বিত

Al-Jabbar

– The One that nothing happens in His Dominion except that which He willed.

– The all Compelling

ফজিলত: যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ২২৬ বার নাম পড়বে, সে জালেমদের অত্যাচার পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পরবে, মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভুত সম্মান প্রদর্শন করবে।

১১. আল-মুতাকাব্বিরু (المتكبر) – বড়ত্ব মহিমার অধিকারী, সর্বশ্রেষ্ঠ, অহংকারী, গৌরবান্বিত

Al-Mutakabbir

– The One who is clear from the attributes of the creatures and from resembling them.

– The Haughty, the Majestic


– The Imperious

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি নাম বেশি পরিমাণে পড়বে, আল্লাহ তাকে লোকচক্ষে বড় সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে নাম অধিক মাত্রায় পড়তে থাকে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে।

১২. ইয়া খালিকু (الخالق) – সৃষ্টিকর্তা

Al-Khaliq

– The One who brings everything from non-existence to existence.

– The Creator, the Maker

ফজিলত: যে ব্যক্তি একটানা সাত দিন পর্যন্ত একশ বার করে নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা নাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন, যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে।

১৩. আল বারি (البارئ) – প্রাণদানকারী

Al-Bari’

– The Creator who has the Power to turn the entities.

– The Creator, the Artificer

ফজিলত: কোন বন্ধ্যা স্ত্রী লোক যদি সাতদিন পর্যন্ত রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার (আল বারিউল মুছাওয়িরু) পড়ে, তা হলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।

১৪. আল মুছাওয়িরু (المصور) – সুরতদাতা, আকৃতি-দানকারী

Al-Musawwir

– The One who forms His creatures in different pictures.

– The Fashioner

– The Organizer, the Designer

ফজিলত: কোন বন্ধ্যা স্ত্রী লোক যদি সাতদিন পর্যন্ত রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার (আল বারিউল মুছাওয়িরু) পড়ে, তা হলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।

১৫. আল-গাফ্ফারু (الغفار) – ক্ষমাশীল আবৃতকারী

Al-Ghaffar

– The One who forgives the sins of His slaves time and time again.

– The Forgiver

ফজিলত: যে ব্যক্তি জুমার নামাজের পর একশ বার নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আছরের পরে (ইয়া গঅফ্ফারু গফির লী) পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে।

১৬. আল-কাহ্হারু (القهار) – সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক

Al-Qahhar

– The Subduer who has the perfect Power and is not unable over anything.

– The Almighty, the Dominant

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় নাম পাঠ করে, তা হলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে।

১৭. আল-ওয়াহ্হাবু (الوهاب) – সবকিছুর দাতা

Al-Wahhab

– The One who is Generous in giving plenty without any return.

– The Donor, the Bestower

ফজিলত: যে ব্যক্তি অনাহার দারিদ্রের মধ্যে দিন কাটায়, সে যদি নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে, অথবা চাশত নামাজের শেষ সেজদায় চল্লিশ বার পড়ে, তা হলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর সে যদি কোন বিশেষ অভাবে পতিত হয় তা হলে যেন ঘর বা মসজিদের আঙ্গিনায় তিন বা সেজদা করে হাত উঠিয়ে একশ বার না পড়ে, তা হলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে।

১৮. আর-রাজ্জাকু (الرزاق) – মহান রুজিদাতা

Ar-Razzaq

– The Provider, the Sustainer

ফজিলত: যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোণায় ১০/১০ বার করে নাম পড়ে ফুঁ দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন; তার গ্রহে রোগ-ব্যাধি, অভাব-অনটন কখনও প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফুঁ দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে।

১৯. আল-ফাত্তাহু (الفتاح) – মহান বিপদ দূরকারী

Al-Fattah

– The One who opens for His slaves the closed worldly and religious matters.

– The Opener, the Reveler

ফজিলত: যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্ত ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে।

২০. আল-আলীমু (العليم) – বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী

Al-‘Alim

– The Knowledgeable; The One nothing is absent from His knowledge.

– The all Knowing, the Omniscient

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ, তার নিকট আল্লাহ তাআলা ইলম মারেফাতের দরজা খুলে দিবেন।

২১. আল-কাবিযু (القابض) – রুজি সংকীর্ণকারী

Al-Qabid

– The One who constricts the sustenance.

– The Contractor, The Restrainer, the Recipient.

ফজিলত: যে ব্যক্তি রুটির চার লোকমার উপর নাম লেখে চল্লিশ দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা, জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে।

২২. আল-বাসিতু (الباسط) – রুজি বৃদ্ধিকারী

Al-Basit

– The One who expands and widens.

– The Expander, He who expands

ফজিলত: যে ব্যক্তি চাশতের নামাযের পর আসমানের দিকে হাত তুলে রোজ দশ বার নাম পড়বে এবং মুখমন্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না।

২৩. আল-খাফিযু (الخافض) – অবনতকারী

Al-Khafid

– The One who lowers whoever He willed by His Destruction.

– The Abaser, the Humbler

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি রোজ পাঁচশ বার নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনটন পূরণ করে দেবেন, যাবতীয় মুশকিল দূরে করে দেবেন। আর যে ব্যক্তি ৩টি রোযা রাখবে এবং ৪র্থ এক জায়গায় বসে সত্তর বার নাম পড়বে, ইনশাআল্লাহ সে শত্র বিরুদ্ধে জয়লাভ করবে।

২৪. আর-রাফি (الرافع) – উচ্চে স্থাপনকারী

Ar-Rafi’

– The One who raises whoever He willed by His Endowment.

– The Raiser, the Exalter

ফজিলত: যে ব্যক্তি প্রতি মাসের চৌদ্দই রাত্রের অর্ধেক রাত্রে একশবার নাম পড়বে আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দেবেন।

২৫. আল-মুইজ্জু (المعز) – সম্মানদাতা

Al-Mu’iz

– He gives esteem to whoever He willed, hence there is no one to degrade Him;

– The Honorer, the Exalter

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাযের পরে চল্লিশ বার নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী প্রতাপশালী বানিয়ে দেবেন।

২৬. আল-মুযিল্লু (المذل) – অবমাননাকারী

Al-Muzil

– Degrades whoever he willed, hence there is no one to give him esteem.

– The Abaser, the Degrader, the Subduer

ফজিলত: যে ব্যক্তি পঁচাত্তর বার ইয়া মুযিল্লু পাঠ করে সেজদার মত নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোন খাস শত্র থাকে তা হলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ! তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা কর। ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া কবুল করবেন।

২৭. আস-সামী (السميع) – সবকিছু শ্রবণকারী

As-Sami’

– The One who Hears all things that are heard by His Eternal Hearing without an ear, instrument or organ.

– The Hearer, The All hearing, all knowing.

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাযের পর পাঁচশ, অথবা একশ কিংবা পঞ্চাশ বার ইয়া সামী নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। নাম পাঠ করার মাঝে কারুর সাথে কোন কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ফরযের মাঝে নাম একশ বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন।

২৮. আল-বাছিরু (البصير) – সবকিছুর দর্শক

Al-Basir

– The One who Sees all things that are seen by His Eternal Seeing without a pupil or any other instrument.

– The Seer, The discerning, the All seeing.

ফজিলত: যে ব্যক্তি জুমার নামাযের পর আল্লাহর ৯৯ নামের মধ্যে একশবার নাম পাঠ করবে, আল্লাহ তায়ালা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন।

২৯. আল-হাকামু (الحكم) – অটল বিচারক, মহা বিচারপতি, চুড়ান্ত হুকুমদাতা, হুকুমদাতা

Al-Hakam

– He is the Ruler and His judgment is His Word.

– The arbitrator, the Judge

ফজিলত: যে ব্যক্তি শেষ রাত্রে অযু অবস্থায় নিরানব্বই বার নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে এলহাম দান করবেন।

৩০. আল-আদলু (العدل) – পরিপূর্ণ ইনসাফকারী

Al-‘Adl

– The One who is entitled to do what He does.

– The Justice, the equitable.

– The Just.

ফজিলত: যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির বিশখানি টুকরার উপর নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন।

৩১. আল-লাতীফু (اللطيف) – পরম স্নেহশীল, সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী

Al-Latif

– The Most Gentle, the Gracious.

– The One who is kind

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি একশ তেত্রিশ বার ইয়া লাতীফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তমরূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র্য অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোন প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অযু করতঃ দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে একশ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে।

৩২. আল-খাবিরু (الخبير) – মহাজ্ঞানী সতর্ক

Al-Khabir

– The One who knows the truth of things.

– The Aware.

– The Sagacious, One who is aware.

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি সাত দিন পর্যন্ত নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেশাতে নফসানীর শিকার হবে, সে যেন নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ্ সে মুক্তি লাভ করবে।

৩৩. আল-হালিমু (الحليم) – মহা ধৈর্যশীল

Al-Halim

– The One who delays the punishment for those who deserve it and then He might forgive them.

– The Gentle. The most patient, the Clement

ফজিলত: নাম কোন কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোন কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়র বরকত নাযিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে।

৩৪. আল-আযিমু (العظيم) – অতীব মহান

Al-‘Azim

– The One deserving the attributes of Exaltment, Glory, Extolment, and Purity from all imperfection.

– The Great, Mighty

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান-মর্যাদা লাভ করবে।

৩৫. আল-গাফুরু (الغفور) – মহা ক্ষমাশীল

Al-Ghafoor

– The One who forgives a lot.

– The Forgiving, the Pardoner.

ফজিলত: যে ব্যক্তি নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে। ধন-সম্পদ সন্তান-সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদীস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভেতর (ইয়া রাব্বি গফির লী) তিন বার পাঠ করবে, আল্লাহ পাক তার পূর্বের পরের সমস্ত গোনাহ মার্জনা করে দেবেন।

৩৬. আশ-শাকুরু (الشكور) – মহমূল্যায়নকারী

Ash-Shakur

– The One who gives a lot of reward for a little obedience.

– The Grateful, the Thankful

ফজিলত: যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোন দুঃখ-বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর ৯৯ নামের মধ্যে নাম প্রত্যহ একচল্লিশ বার পাঠ করলে ইনশাআল্লাহ, তা থেকে মুক্তি লাভ করবে।

৩৭. আল-আলিয়্যু (العلي) – সর্বোচ্চ

Al-‘Ali

– The One who is clear from the attributes of the creatures.

– The most high, the exalted.

ফজিলত: যে ব্যক্তি নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে।

৩৮. আল-কাবীরু (الكبير) – অতীব মহান

Al-Kabir

– The One who is greater than everything in status.

– The great, the big.

ফজিলত: যে ব্যক্তি চাকুরিচ্যুত হয়, সে সাতটি রোযা রাখবে এবং প্রত্যহ এক হাজার বার (ইয়া কাবীরু) পাঠ করবে। ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে।

৩৯. আল-হাফিযু (الحفيظ) – সকলের হেফাজতকারী

Al-Hafiz

– The One who protects whatever and whoever He willed to protect.

– The Guardian, the preserver.

ফজিলত: যে ব্যক্তি অনেক পরিমাণে (ইয়া হাফীযু) পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ, অবশ্যই সকল প্রকার ভয়-ভীতি বিপদের হাত থেকে রক্ষা পাবে।

৪০. আল-মুকিতু (المقيت)  সকলের রুজি সামর্থদানকারী

Al-Muqit

– The One who has the Power.

– The maintainer, The Nourisher

ফজিলত: যে ব্যক্তি কোন খালি পাত্রে সাত বার নাম পাঠ করে ফুঁ দিয়ে নিজে তাতে পানি পান করবে, কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুঁকবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে।

৪১. আল হাসীবু (الحسيب) – সকলের পর্যাপ্ততাদানকারী

Al-Hasib

– The One who gives the satisfaction.

– The noble, The Reckoner

ফজিলত: যে কোন ব্যক্তি বা জিনিষের ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে আট দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় সত্তর বার করে (হাসবিয়াল্লাহুল হাসীবু) পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।

৪২. আল জালীলু (الجليل) – মহিমান্নিত

Aj-Jalil

– The One who is attributed with greatness of Power and Glory of status.

– The Majestic. The honorable, the exalted.

ফজিলত: যে ব্যক্তি মেশক জাফরান দ্বারা নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে (ইয়া জালীলু) পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ (নেককার) লোকদের মধ্যে সম্মান দান করবেন।

৪৩. আল-কারিমু (الكريم) – মহান দাতা

Al-Karim

– The One who is clear from abjectness.

– The most generous, the Bountiful.

ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারীমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ (নেককার) লোকদের মধ্যে সম্মান দান করবেন।

৪৪. আল-রাকীবু (الرقيب) – মহান অভিভাবক

Ar-Raqib

– The One that nothing is absent from Him. Hence it’s meaning is related to the attribute of Knowledge.

– The Guardian, the watchful.

– Watcher.

ফজিলত: যে ব্যক্তি নিজ পরিবার-পরিজন এবং মাল-সম্পদের উপর সাত বার নাম পড়ে ফুঁ দেবে এবং রোজ এরূপ করবে, আর ইয়া রাকীবু অজীফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে।

৪৫. আল-মুজীবু (المجيب) – দোয়া শ্রবণকারী মঞ্জুরকারী

Al-Mujib

– The One who answers the one in need if he asks Him and rescues the yearner if he calls upon Him.

– The Responder.

– The respondent, one who answers.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজীবু পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন।

৪৬. আল-ওয়াসি (الواسع) – প্রশস্ততার অধিকারী

Al-Wasi’

– The Englober. The enricher, the Omnipresent, the Knowledgeable.

ফজিলত: যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসি পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য গুপ্ত ঐশ্বর্য দান করবেন।

৪৭আল-হাকীমু (الحكيم) – মহা হেকমতের মালিক

Al-Hakim

– The One who is correct in His doings.

– The most Wise, the Judicious.

ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট ইলম হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোন কাজ পুরো হতে চায় না, সে যদি নাম নিয়মিতভাবে পড়তে থাকে, তা হলে তার সেই কাজ ইনশাআল্লাহ্ পুরো হয়ে যাবে।

৪৮. আল-ওয়াদুদু (الودود) – বড় স্নেহশীল

Al-Wadud

– The Affectionate, the Loving.

ফজিলত: যে ব্যক্তি এক হাজার বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সংগে বসে আহার করবে, তা হলে ইনশাআল্লাহ্, স্বামী-স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পারিক ভালবাসা বৃদ্ধি পাবে।

৪৯. আল-মাজীদু (المجيد) – মহা গৌরবমন্ডিত

Al-Majid

– The One who is with perfect Power, High Status, Compassion, Generosity and Kindness.

– The Glorious, the exalted.

ফজিলত: যে ব্যক্তি কোন কষ্টদায়ক ব্যাধি, যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে ১৩ই, ১৪ই ১৫ই তারিখ রোযা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ, এতে করে সে আরোগ্য লাভ করবে।

৫০. আল-বাইছু (الباعث) – মৃতকে জীবনদানকারী

Al-Ba’ith

– The One who resurrects for reward and/or punishment.

– The Resurrector, the Raiser from death.

ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময়ে সিনার উপর হাত রেখে একশ একবার ইয়া বাইছু পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার অন্তর ইলম হেকমত দ্বারা পরিপূর্ণ হবে।

৫১. আশ-শাহীদু (الشهيد) – উপস্থিত দর্শক

Ash-Shahid

– The One who nothing is absent from Him.

– The Witness

ফজিলত: যার স্ত্রী বা সন্তান-সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে (অতি ভোরে) একুশ বার ইয়া শাহীদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে।

৫২. আল-হাক্ক (الحق) হক অবিচল

Al-Haqq

– The One who truly exists.

– The Truth, the Just.

ফজিলত: যে ব্যক্তি চার কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল-হাক্কু লেখে সেহরীর সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ্ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে।

৫৩. আল-ওয়াকীলু (الوكيل) – মহান কার্য সম্পাদনকারী

Al-Wakil

– The One who gives the satisfaction and is relied upon.

– The Guardian, the Trustee

ফজিলত: যে ব্যক্তি আসমানী বিপদের আশংকায় ভীত হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকীলু পাঠ করতে থাকে এবং নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে।

৫৪. আল-কাবিয়্যু (القوي) – মহাশক্তিমান

Al-Qawee

– The One with the complete Power.

– The powerful, the Almighty, The Strong

ফজিলত: যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সবদিক থেকে অক্ষম পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য নাম বার বার পাঠ করে। এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান! আমল যেন খামাখা করা না হয়।

৫৫. আল-মাতিনু (المتين) – কঠিন শক্তিধর

Al-Matin

– The One with extreme Power which is un-interrupted and He does not get tired.

– The Strong, the Firm

ফজিলত: যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইশাআল্লাহ্ তার খুব দুধ হবে।

৫৬. আল-অলীয়্যু (الولي) – সহানুভূতিশীল, সাহায্যকারী

Al-Walee

– The Supporter, the Friend, the Defender the master.

ফজিলত: যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল-চলন কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে।

৫৭. আল-হামীদু (الحميد) – প্রশংসার যোগ্য

Al-Hamid

– The praised One who deserves to be praised.

– The Praiseworthy , the Commendable

ফজিলত: যে ব্যক্তি একটানা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা তিরানব্বই বার নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ্ দূরীভূত হবে।

৫৮. আল-মুহ্ছী (المحصي) – স্বীয় জ্ঞান গণনায় রক্ষাকারী

Al-Muhsi

– The One who the count of things are known to him.

– The Counter

ফজিলত: যে ব্যক্তি বিশু টুকরা রুটির উপর প্রত্যহ বিশ বার নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে।

৫৯. আল-মুবদি (المبدئ) – প্রথম সৃষ্টিকারী

Al-Mubdi’

– The One who started the human being. That is, He created him.

– The Beginner, the Creator, The Originator

ফজিলত: যে ব্যক্তি সেহরীর সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে নিরানব্বই বার ইয়া মুবদি নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না।

৬০. আল-মুঈদু (المعيد) – দ্বিতীয় বার সৃষ্টিকারী

Al-Mu’eed

– The One who brings back the creatures after death.

– The Restorer, the Resurrector.

ফজিলত: কোন হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে, তখন ঘরের চার কোণায় সত্তর বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে।

৬১. আল-মুহ্য়ী (المحيي) – জীবনদানকারী

Al-Muhyee

– The One who took out a living human from semen that does not have a soul. He gives life by giving the souls back to the worn out bodies on the resurrection day and He makes the hearts alive by the light of knowledge.

– The Bestower, the Life Giver.

ফজিলত: যে ব্যক্তি রোগগ্রস্থ সে অধিক পরিমাণ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোন রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি নিরানব্বই বার আল মুহ্য়ী পাঠ করে নিজের গায়ে দম করবে, সে যাবতীয় বাধা-বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদে থাকবে।

৬২. আল-মুমীতু (المميت) – মৃত্যুদানকারী

Al-Mumeet

– The One who renders the living dead.

– The Bringer of Death.

– The Death Giver.

ফজিলত: যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে। এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে।

৬৩. আল-হাইয়্যু (الحي) – চিরজীবন্ত

Al-Hayy

– The One attributed with a life that is unlike our life and is not that of a combination of soul, flesh or blood.

– The Living. The Alive, the ever living.

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ তিন হাজার বার (আল-হাইয়্যু) পাঠ করতে থাকবে, সে ইনশাআল্লাহ কখনও রোগগ্রস্থ হবে না। যে ব্যক্তি নাম চীনা বরতনের উপর মেশক গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে, কিংবা অন্য কোন রুগ্ন ব্যক্তিকে পান করাবে, ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে।

৬৪. আল-কাইয়্যুম (القيوم) – সবার রক্ষাকর্তা পরিচালক

Al-Qayyum

– The One who remains and does not end.

– The Self-Subsistent, The Eternal, the Self Sustaining.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে (আল-কাইয়্যুম) পাঠ করতে থাকবে, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা নাম পাঠ করে, তা হলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যদয় পর্যন্ত (ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম) পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে।

৬৫. আল-ওয়াজিদু (الواجد) – সবকিছু পাওয়ার অধিকারী

Al-Wajid

– The Rich who is never poor. Al-Wajd is Richness.

– The all perceiving, the Opulent, the Finder.

ফজিলত: যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য নূর বাড়িয়ে দিবে।

৬৬. আল-মাজিদু (المحيط) শ্রেষ্ঠত্ব মহত্ত্বের অধিকারী

Al-Maajid
– The Illustrious, the Magnificent

ফজিলত: যে ব্যক্তি একা একা নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে, ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে।

৬৭. আল-ওয়াহেদুল আহাদু (الواحد) – এক একক

Al-Wahid

– The One without a partner.

– The One, the Unique.

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার আল ওয়াহেদুল আহাদু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি নাম লেখে নিজের সংগে রাখে, তা হলে তার নেককার সন্তান নসীব হবে।

৬৮. আস-সামাদু (الصمد) – অমুখাপেক্ষী

As-Samad

– The Master who is relied upon in matters and reverted to in ones needs.

– The Perfect, the Eternal.

ফজিলত: যে ব্যক্তি সেহরীর সময়ে সেজদায় গিয়ে একশ পনের বা একশ পঁচিশ বার নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ, জাহেরী বাতেনী সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অযু অবস্থায় নাম পড়তে থাকবে, সে কখনও মাখলুকের মুখাপেক্ষা হবে না।

৬৯. আল-কাদিরু (القادر) – শক্তিমান

Al-Qadir

– The One attributed with Power.

– The Able, the Capable, the Omnipotent.

ফজিলত: যে ব্যক্তি দুরাকাত নামায পড়ে একশ বার (আল-কাদিরু) পাঠ করবে, আল্লাহ্ তার শত্রকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোন কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোন কঠিন বাধা এসে যায়, সে যেন একচল্লিশ বার ইয়া কাদিরু পাঠ করে, তা হলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে।

৭০. আল-মুকতাদিরু (المقتدر) – পূর্ণ শক্তির অধিকারী

Al-Muqtadir

– The One with the perfect Power that nothing is withheld from Him.

– The Capable, The all Powerful

ফজিলত: যে ব্যক্তি শোয়া হতে উঠার পর অধিক মাত্রায় (আল-মুকতাদিরু) পাঠ করতে থাকবে, অথবা কমপক্ষে বিশ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে।

৭১. আল-মুকাদ্দিমু (المقدم) – প্রথমে এবং আগে সম্পাদনকারী

Al-Muqaddim

– He makes ahead what He wills.

– The Presenter, The Advancer, The Expediter

ফজিলত: যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকাদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তওফীক দান করবেন এবং শত্রদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহ্র অনুগত ফরমাবরদার হয়ে যাবে।

৭২. আল-মুআখ্খিরু (المؤخر) – পশ্চাতে এবং পরে সম্পাদনকারী

Al-Mu’akhkhir

– The One who delays what He wills.

– The Fulfiller, the keeper behind, The Deferrer

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে (আল-মুআখ্খিরু) পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার সত্যিকার তওবা নসীব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে একশ বার নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না।

৭৩. আল-আউয়ালু (الأول) – সর্বপ্রথম

Al-‘Awwal

– The One whose Existence is without a beginning.

– The First

ফজিলত: যে ব্যক্তির কোন ছেলে হয় না, সে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ চল্লিশ বার (আল-আউয়ালু) পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার নি এক হাজার বার নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘেœ নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে।

৭৪. আল-আখিরু (الأخر) – সর্বশেষ

Al-‘Akhir

– The One whose Existence is without an end.

– The Last

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার (আল-আখিরু) পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ, গায়রুল্লাহ্র মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গোনাহ ত্রটি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষে সে উত্তম মৃত্যু (হুসনে খাতেমা) বরণ করবে।

৭৫. আজ-জাহিরু (الظاهر) – প্রকাশ্য

Az-Zahir

– The Apparent, the Exterior, The Manifest

– The One that nothing is above Him and nothing is underneath Him, hence He exists without a place.

ফজিলত: যে ব্যক্তি এশরাকের নামাযের পর পাঁচশ বার (আজ-জাহিরু) পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রোশনী এবং অন্তরে নূর দান করবেন।

৭৬. আল-বাতিনু (الباطن) – গুপ্ত

Al-Batin

– The Hidden, the Interior, the Latent

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ৩৩ বার (ইয়া-বাতিনু) পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ভালবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি দুরাকাত নামায আদায় করে (হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজজাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়ু আলা কুল্লিা শাইইন কাদীর) পাঠ করবে, তার সকল অভাব অনটন যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে।

৭৭. আল-ওয়ালিউ (الوالي) – অভিভাবক

Al-Wali

– The One who owns things and manages them.

– The Governor, The Ruler, The Master

ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় (আল-ওয়ালিউ) পাঠ করবে, সে ইনশাআল্লাহ্ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ-বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে নাম এগার বার পাঠ করবে। ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে।

৭৮. আল-মুতাআলী (المتعالي) – সবচেয়ে বুলন্দ উচ্চ

Al-Muta’ali

– The One who is clear from the attributes of the creation.

– The Exalted, The most high, one above reproach.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রীলোক হায়েজ অবস্থায় এই নাম বেশী মাত্রায় পড়বে, ইনশাআল্লাহ তার কোন কষ্ট হবে না।

৭৯. আল-বাররু (البر) – চূড়ান্ত সদ্ব্যবহারকারী

Al-Barr

– The One who is kind to His creatures, who covered them with His sustenance and specified whoever He willed among them by His support, protection, and special mercy.

– The Benefactor, The Beneficent, the Pious.

ফজিলত: যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যয় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যহ সাত বার এই নাম পাঠ করে, তা হলে ইনশাআল্লাহ্ তার দুষ্কর্মের ইচ্ছা প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি নাম অধিক মাত্রায় পাঠ করে, তা হলে দুনিয়ার মহব্বত ভালবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরেই সাত বার এই নাম পড়ে দম করে আল্লাহর হাতে সোপর্দ করে দিবে, ইনশাআল্লাহ্ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে।

৮০. আত-তাওয়াবু (التواب) – অধিক তওবা গ্রহণকারী

At-Tawwab

– The One who grants repentance to whoever He willed among His creatures and accepts his repentance.

– The Acceptor of Repentance, The Forgiver, the Relenting.

ফজিলত: যে ব্যক্তি চাশতের নামাযের পর তিনশ ষাট বার নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার সত্যিকার তওবা নসীব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোন জালেমের উপর নাম দশ বার পড়ে দম করা হয়, তা হলে তার হাত থেকে নিস্তার লাভ করবে।

৮১. আল-মুনতাকিমু (المنتقم) – প্রতিশোধ গ্রহণকারী

Al-Muntaqim

– The One who victoriously prevails over His enemies and punishes them for their sins. It may mean the One who destroys them.

ফজিলত: যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী, কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি তিন জুমা পর্যন্ত বেশি পরিমাণে (ইয়া-মুনতাকিমু) নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন।

৮২. আল-আফুও (العفو) – মহামার্জনাকারী

Al-‘Afuww

– The One with wide forgiveness.

– The Forgiver,  the Pardoner, the effacer

ফজিলত: যে ব্যক্তি বেশি মাত্রায় (আল-আফুও) পাঠ করতে থাকবে, আল্লাহ তার গোনাহসমূহ মার্জনা করে দিবেন।

৮৩. আল-রাফুউ (الرؤوف) – মহা স্নেহপরায়ণ

Ar-Ra’uf

– The One with extreme Mercy. The Mercy of Allah is His will to endow upon whoever He willed among His creatures.

– The merciful, the Ever Indulgent.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি দশ বার দরূদ শরীফ এবং দশ বার নাম পাঠ করবে, তার গোস্সা দূরীভূত হবে। আর অন্য কোন ভীষণ রাগী ব্যক্তির উপর নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে।

৮৪মালিকুল (مالك الملك) – বাদশার বাদশা

Malik Al-Mulk

– The One who controls the Dominion and gives dominion to whoever He willed.

– The Ruler of the Kingdom, king of the Universe

ফজিলত: যে ব্যক্তি সর্বদা (ইয়া মলিকুল মুলক) পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন; সে কারুর প্রতি নির্ভরশীল থাকবে না।

৮৫. যুল জালালি ওয়াল ইকরাম (ذو الجلال والإكرام) – মহত্ত্ব নেয়ামতের মালিক

Zul-l-Jalal wal-Ikram

– The One who deserves to be Exalted and not denied.

– Lord of Majesty and Generosity

ফজিলত: যে ব্যক্তি বেশি পরিমাণে (ইয়া যাল জালালি ওয়াল ইকরাম) পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষীতা দান করবেন।

৮৬. আল-মুকসিতু (المقسط) – আদল-ইনসাফ প্রতিষ্ঠাকারী

Al-Muqsit

– The One who is Just in His judgment.

– The Just, the Equitable

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ! শয়তানের কু প্ররোচনা (ওয়াসওয়াসা) থেকে নিরাপদে থাকবে। যদি কোন বৈধ খাস উদ্দেশ্যে সাত বার নাম পাঠ করে, তা হলে সে উদ্দেশ্য সফল হবে।

৮৭. আল-জামি (الجامع) – সবাইকে একত্রকারী

Aj-Jami’

– The One who gathers the creatures on a day that there is no doubt about, that is the Day of Judgment.

– The Collector, the comprehensive, Gatherer

ফজিলত: যে ব্যক্তি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাশতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে দশ বার (ইয়া-জামি) পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে।

যদি কোন জিনিস হারিয়ে যায় তা হলে পাঠ করবে

(আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াওমিল লা রাইবা ফীহি ইজমা যাল্লাতি।)

(আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াওমিল লা রাইবা ফীহি ইজমা যাল্লাতি।)

ইনশাআল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবে। বৈধ ভালবাসার জন্যও দোয়া অতুলনীয়।

৮৮. আল-গানিয়্যু (الغني) – বড় অভাবমুক্ত বেপরোয়া

Al-Ghanee

– The One who does not need the creation.

– The rich, the all sufficing, Self-Sufficient
ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ সত্তর বার (ইয়া গানিয়্যু) পাঠ করবে, আল্লাহ তার ধন-সম্পদে বরকত দান করবেন। সে কারুর মুখঅপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোন জাহেরী বাতেনী ব্যাধি কিংবা বালা-মসিবতে পতিত হবে সে ইয়া গানিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে।

৮৯. আল-মুগনী (المغني) – অভাবমুক্ত ধনী করা মালিক

Al-Mughnee

– The One who satisfies the necessities of the creatures.

– The Enricher, sufficer, the bestower.

ফজিলত: যে ব্যক্তি প্রথমে শেষে এগার বার দরূদ শরীফ পাঠ করে এগারশ এগার বার অজীফার মত নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহেরী বাতেনী ধন দান করবেন। ফজরের নামাযের পর কিংবা এশার নামাযের পরে পাঠ করবে। এর সাথে সূরা মুজ্জাম্মিলও তেলাওয়াত করবে।

৯০. আল-মানি (المانع) – থামিয়ে দেয়ার অধিকারী

Al-Mani’

– The Supporter who protects and gives victory to His pious believers. Al-Mu’tiy

– The Withholder

– The Preventer, the prohibiter, the defender.

ফজিলত: যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তা হলে বিছানায় শোয়ার সময় দশ বার নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পারিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি নাম পড়বে, সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোন বৈধ উদ্দেশ্যে নাম পাঠ করে তাও হাসিল হবে।

 ৯১. আয্-যর (الضار) – যন্ত্রনাদানকারী, ক্ষতিসাধনকারী, উৎপীড়নকারী

Ad-Darr
– The One who makes harm reaches whoever He willed.
– The Distresser , The afflictor, the bringer of Adversity.

ফজিলত: প্রত্যেক শুক্রবার রাতে নাম ১০০ বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়।

৯২.  আন নাফিই ( ٱلْنَّافِعُ) – কল্যাণকারী

An-Nafi’

– The One who gives benefits to whoever He wills.

– The Beneficial Benefactor

ফজিলত: মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে নাম মনে মনে পড়লে সিদ্ধিলাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কিনার সময় ৪১ বার এই নাম পড়লে ব্যবসা লাভবান হবে।

৯৩.  আন নূর (ٱلْنُّورُ) – পরম আলো

An-Nur

– The One who guides.

– The Light

ফজিলত: পৃথক-পৃথক অক্ষরে এই নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্প রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনাস্থলে রাখলে বেদনা উপশম হয়।

৯৪.  আল হাদী (ٱلْهَادِي) – পথ প্রদর্শক

Al-Hadi

– The One whom with His Guidance His believers were guided, and with His Guidance the living beings have been guided to what is beneficial or them and protected from what is harmful to them.

– The Guide

ফজিলত: এই নাম পাঠ করলে ভুল-ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়। জ্ঞান-বুদ্ধি, দুরদরশিতা বৃদ্ধি পায়।

৯৫.  আল বাদীই (ٱلْبَدِيعُ) – অতুলনীয়

Al-Badi’

– The One who created the creation and formed it without any preceding example.

– The Wonderful, the maker, Incomparable

ফজিলত: এই নাম ১০০০ বার পড়লে মনের বাসনা দুঃখ-কষ্ট নিবারণ হয়।

৯৬.  আল বাক্বী (ٱلْبَاقِي) – চিরস্থায়ী, অবিনশ্বর

Al-Baqi

– The One that the state of non-existence is impossible for Him.

– The Enduring, the Everlasting, the eternal

ফজিলত: মনোযোগের সহিত এই নাম ১০০ বার পড়লে যাবতীয় দুঃখ-কষ্ট দূর হয়। বাগানে পোকা-মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নূতন মাতির পাত্রের চারটি চারায় ইসমতুকু লিখে বাগান/ক্ষেত এর চার কোনায় পুঁতলে বাগান/ক্ষেত নিরাপদ থাকবে।

৯৭.  আল ওয়ারিস (لْوَارِثُ) – উত্তরাধিকারী

Al-Warith

– The One whose Existence remains.

– The Inheritor, The Heir

ফজিলত: মাগরিব এশার নামায এর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে ১০০০ বার এই নাম পাঠ করল মন হতে দুশ্চিন্তা, ভয় কষ্ট দূর হয়।

৯৮.  আর রাশীদ (ٱلْرَّشِيدُ) – সঠিক পথ প্রদর্শক

Ar-Rashid

– The One who guides.

– The Rightly Guided, The Conscious, the Guide

ফজিলত: সর্বদা এশার নামাযের পর নাম ১০০ বার পড়লে সকল ইবাদাত কবুল হয়।

৯৯. আস সাবুর (ٱلْصَّبُورُ) – অত্যাধিক ধর্য্য ধারণকারী

As-Sabur

– The One who does not quickly punish the sinners.

– The most Patient, the Enduring.

ফজিলত: প্রত্যহ সূর্যোদয়ের পূর্বে নাম ১০০ বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না।

সর্বশেষ আপডেট পেতে google news  আমাদেরকে ফলো করুন

https://news.google.com/publications/CAAqBwgKMN_Czwswjt7mAw

আরও পড়ুন-

শয়তানের কুপ্রভাব থেকে রক্ষার জিকির

 নবিজির (সা.) শেখানো যে দোয়ায় সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়

 নিরাপত্তার জন্য সকাল-সন্ধ্যার  আমল

 কোরআনে বর্ণিত ৪টি দোয়া

 আজানের পর যে দোয়ায় মিলবে নবিজির (সা.) শাফাআত

 রিজিক বৃদ্ধির জন্য সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

 ভূমিকম্প হলে যে দোয়া  আমল করবেন

 রিজিক বৃদ্ধির জন্য সাইয়েদুল ইস্তিগফার

 কুরআনের যে ৪টি আয়াত পাঠ করলে তাৎক্ষণিক আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ্

 খাওয়ার আগে  পরে যে দোয়া পড়বেন

 পবিত্র জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন

 সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে ক্ষমার  দোয়া

 সুন্দর  গুরুত্বপূর্ণ কিছু দোয়া যার মাধ্যমে সকল চাওয়া পাওয়া পূরন হবে

 অত্যাচারির অত্যাচার থেকে বাঁচার দোয়া

 ভয়ে ঘুমাতে না পারলে যে আমল করবেন

সাইয়িদুল ইস্তেগফার বাংলায় উচ্চারণ  অর্থসহ || ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো The best dua of asking for forgiveness

আয়াতে সিফা বাংলা উচ্চারন  অর্থসহ || Shifa in verse with Bengali pronunciation and meaning

 মুখের জড়তা দূরকরার  জ্ঞান বৃদ্ধির আমল || The practice of removing facial stiffness and increasing knowledge

 ভয়হীন অন্তর  ক্ষতিকর ইলম থেকে বেঁচে থাকার দোয়া

উত্তম বন্ধু বা সাহায্যকারী পেতে কী দোয়া পড়বেন?

 মানসিক চাপ থেকে বাঁচার আমল

 শয়তানের আক্রমণ থেকে বাঁচতে যেসব দোয়া পড়বেন

 তওয়াফের সময় নবিজি (সা.) যে দোয়া বেশি পড়তেন

 জীবনে সফল হওয়ার দোয়া

 ফরয নামাযের পর হাত তুলে মুনাজাত প্রসঙ্গে -আবদুল হামীদ ফাইযী

 যেসব স্থানে দুই হাত তুলে দোয়া করতেন বিশ্বনবি

 নবীজী (সাঃ.) কি হাত তুলে দোয়া করতেন?

 দ্রুত বিয়ে  উত্তম জীবনসঙ্গী পাবেন যে আমলে

 যে পাঁচ আমলে বাড়বে সম্পদ  সম্মান

 নিঃসন্তান দম্পতি সন্তান পেতে যে আমল করবেন

 পরকালের শাস্তি দুনিয়াতে চাওয়া যাবে কি?

 সর্বোত্তম জীবিকা  উপার্জন কী?

 মৃত্যুর আগে যে  প্রস্তুতি গ্রহণ করা জরুরি ভিডিও সহ

 সচ্ছল  শান্তিপূর্ণ জীবনযাপনের দোয়া

 সন্তানের জন্য পিতা-মাতার দু' [ সূরা বাকারা আয়াত ১২৮

 শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আল্লাহর সতর্কবার্তা

 ঝড়-বজ্রপাত  দুর্যোগের সময় কি দোয়া পড়ব?

 শিশুর কপালে টিপ নয়দোয়া পড়ুন

 নবিজি (সা.) যেভাবে বৃষ্টির সময় কল্যাণ কামনা করতেন

 কবরের পাশে গিয়ে দোয়া করা যাবে কি?

 যেসব আমলে বাড়ে মুমিনের মর্যাদা

 সুখ-শান্তিময় জীবন কাটানোর আমল  দোয়া

 আল্লাহর ৯৯ নাম এবং এর ফজিলত

 যেসব কাজ করলে দোয়া কবুল হয় না

 নবিজি (সা.) রোগীর মাথার কাছে বসে যে দোয়া পড়তেন

 সব প্রয়োজন  আশা পূরণে যে দোয়া পড়বেন

 জান্নাতে অনুগ্রহ পাওয়ার দোয়া

 আল্লাহর ভালোবাসা পেতে যে দোয়া করতে বলেছেন বিশ্বনবি

 অজুর পর যে সুন্নাতি আমলে মিলবে পছন্দের জান্নাত

 সেজদায় কুরআনে উল্লেখিত দোয়ার আয়াতগুলো পড়া যাবে কি?

 কেউ সহযোগিতা করলে যে দোয়া করবেন

 ভুল কথা বার্তার গুনাহ থেকে ক্ষমার দোয়া

 সাধারণ দিনগুলোর যে  সময় দোয়া কবুল হয়

 যখন দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়

 ব্যথায় যেসব দোয়ার আমল করতে বলেছেন বিশ্বনবি

 ভূমিকম্পসহ বড় বড় দুর্যোগে যেসব দোয়া পড়বেন

 যে ব্যক্তি দোয়া করলে কবুল হতে দেরি হয় না

 রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা (.)

 যে আমলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন

 দোজখের আগুন থেকে বাঁচার ছোট্ট আমল  দোয়া

 ক্ষমা চাওয়ার ছোট্ট দোয়া

 অশ্লীল আসক্তি থেকে বেঁচে থাকার দোয়া

 ঈদে একে অপরকে শুভেচ্ছা জানানোর দোয়া

 ঈদের চাঁদ দেখেই যে দোয়া পড়বেন

 সালাম ফেরানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়

 আল্লাহর শুকরিয়া আদায়ে নামাজ  দোয়া

 বিপদে নিজেকে দৃঢ় রাখতে ইসলাম যা বলে

 কুরআন-সুন্নাহর যেসব দোয়া  আমল করার সময় এখনই

 মহামারি  বিপদ-মুসিবতে মানুষের করণীয়

 মুমিনের কষ্টবরণ যেভাবে কল্যাণ  মর্যাদার

 মুখস্ত শক্তি বাড়াতে যে আমল করেছেন বিশ্বনবি

বিয়ের পর দম্পতির প্রথম আমল  দোয়া

 দ্রুত গোনাহ মাফে যে আমল  দোয়া করবে মুমিন

 দোয়ার সময় দরুদ না পড়া নিয়ে যা বলেছেন বিশ্বনবি

 বিপদ-আপদ-সংকটে আল্লাহর সাহায্য পাবেন যেভাবে

 ফল-ফলাদি গ্রহণ করে যে দোয়া করতেন বিশ্বনবি

 যে আমলে হায়াত  রিজিক বাড়বে বলেছেন বিশ্বনবি

 পানি পানে যে ৬টি আমল করতেন বিশ্বনবি

 জীবনের সার্বিক সফলতার সর্বোত্তম দোয়া

 অজানা সব মহামারি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 যানবাহনের দুর্ঘটনা থেকে বাঁচাতে হাদিসের যে আমল খুবই জরুরি

 মারাত্মক বিপদে কুনুতে নাজেলা পড়তেন বিশ্বনবি

 সংক্রামক রোগ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 ঘুমানোর সময়ের ১০টি সুন্নাত কাজ

 ঝাড়-ফুঁক দিতে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 বছরের শুরুতে যে দোয়া বেশি পড়বেন মুমিন

রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না

 জান্নাত প্রত্যাশী মুমিনের ২৪ ঘণ্টার কর্মসূচি

 যে আমলে নারী-পুরুষের দ্রুত বিয়ে হয়

 ঈমানি জীবন  মৃত্যু লাভে যেভাবে দোয়া করবে মুমিন

 আল্লাহর সাহায্য লাভে যে কুরআনি দোয়া পড়বেন মুমিন

 বিতর নামাজের পর যে ছোট্ট তাসবিহ পড়তেন বিশ্বনবি

 অন্যের জন্য  নিজের জন্য যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

 অপারগতা থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মুমিন

 উপযুক্ত সঙ্গী লাভে নারী-পুরুষ যে দোয়া  আমল করবেন

 যে আমল করলে জাদুটোনায় আক্রান্ত হবে না মুমিন

 বিতর নামাজে দোয়া কুনুতে যা পড়বেন মুমিন

 সালাম ফেরানোর আগে যে দোয়াগুলো পড়তেন বিশ্বনবি

 হজরত আবু বকরকে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি

 হিংসা-বিদ্বেষ  মলিনতামুক্ত অন্তর লাভে যে দোয়া পড়বেন

 সকাল-সন্ধ্যায় যে দোয়া কখনো ছাড়তেন না বিশ্বনবি

 যে আমলে ধন-সম্পদে বরকত পাবে মুমিন

 হাড়ের ক্ষয়রোগ  ব্যথায় যে দোয়া পড়বেন

 আজওয়া খেজুরে যেসব রোগমুক্তির কথা বলেছেন বিশ্বনবি

 আপনজন মারা গেলে নিকটাত্মীয়দের যা করা জরুরি

 দোয়ার সময় হাত উঠানোর যে ফজিলত বলেছেন বিশ্বনবি

 মুমিনের অন্তর আলোকিত করার  সুন্নাতি আমল

 যেভাবে দোয়া করলে দ্রুত কবুল করা হবে বললেন বিশ্বনবি

 তাওবা করার পর যে দোয়া পড়বেন মুমিন

আল্লাহর শেখানো যে আয়াতে শুকরিয়া আদায় করতেন বিশ্বনবি

 রাতে ঘুমাতে গেলে বিশ্বনবি যেসব আমল করতেন

 জীবনে প্রশান্তি  সৌভাগ্য লাভে যে আমল করবেন

 বান্দার যে সহজ কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান

 যে আমল  দোয়ায় কবরে শান্তি পাবেন মুমিন

 মুসলিমদের ওপর যে কারণে জিন আক্রমণ করে

 যে আয়াত পড়লে রাতে ভয়  অপ্রীতিকর ঘটনা ঘটবে না

ভালোবাসার মানুষকে পেতে যে দোয়া পড়বেন

 ক্ষমতাধর ব্যক্তির অত্যাচার থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 বিয়ের পর নব দম্পতির জন্য যে দোয়া করতেন বিশ্বনবি

 ফেতনামুক্ত ঈমানি জীবন-যাপন  মৃত্যু লাভের  আমল

 ভালো চাকরি পেতে যে আমল করবেন

 যে ছোট্ট দোয়ায় রয়েছে বড় বড়  পুরস্কার

 ওয়াসওয়াসা  দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচতে যে আমল করবেন

 চরম হতাশায়ও মানুষ যেখানে-যেভাবে প্রশান্তি পায়

 পাগলামি থেকে বাঁচতে যে দোয়া পড়বে মুমিন

 যে দোয়ায় কখনও নেয়ামত থেকে বঞ্চিত হবে না মুমিন

 বিষাক্ত প্রাণী  কুদৃষ্টি থেকে বাঁচতে বিশ্বনবির ছোট্ট দোয়া

 মুহররম  আশুরায় মুসলমানের করণীয়

 মুহররম মাসে আশুরার রোজা কয়টি?

আশুরার যে ঘটনা বর্ণনা করেছেন বিশ্বনবি

 বদনজর থেকে বাঁচতে যে দোয়া  আমল করবেন

একটি বেদনাদায়ক স্থান : যেখানে কেউ যেতে চায় না

 মুহররম মাসে যে ইসতেগফারগুলো পড়া খুব বেশি জরুরি

 মুহররমকে যে কারণে আল্লাহর মাস বলা হয়

 নতুন বছরের শুরুতে যে দোয়া পড়বেন মুমিন

রোগীর সুস্থতায় শরীরে হাত বুলিয়ে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 জুমআর দিন যে আমল করবেন মুমিন

 জুমার দিনে  আমলে হাজার বছরের নামাজ-রোজার সওয়াব

ঈমানি মৃত্যু লাভে বিশ্বনবি নিয়মিত যে দোয়া পড়তেন

 ঘুমের আগে যে ছোট্ট একটি আমলে ২টি নেয়ামত পাবে মুমিন

 মুসলিম উম্মাহর মুক্তিতে বিশ্বনবির প্রিয় দোয়া

 দুশমন থেকে আত্মরক্ষার যে ছোট্ট দোয়া পড়বেন মুমিন

 রাগ  আনন্দের সময় যে দোয়া পড়বেন মুমিন

 ডেঙ্গু মশাসহ বিষাক্ত প্রাণী থেকে বেঁচে থাকার দোয়া

 শিশু সন্তানকে বিপদমুক্ত রাখতে বিশ্বনবির দোয়া

 কাবা শরিফ দেখেই যে দোয়া পড়বেন হাজিরা

 সকাল-সন্ধ্যায় বিশ্বনবি যে দোয়া পড়তেন

 শরীর সুস্থ রাখতে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 হজের সময় বিশ্বনবি যে তালবিয়া  দোয়া পড়তেন

 ইহরামের পর যে দোয়া পড়বেন হাজিরা

 বিপদ-মুসিবতে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 জাদুটোনায় আক্রান্ত হলে কী করবেন মুমিন?

 কু-নজরের বড় ক্ষতি  তা থেকে বাঁচার উপায়

 নিশ্চিত দোয়া কবুলের সেরা ১০টি সময়

 নামাজে যে দোয়া পড়লে সফল হবে মুমিন

 তাওবা কি শুধু গোনাহ মাফের জন্য করা হয়?

 রমজানে যে সময় নিশ্চিত দোয়া কবুল হয়

 তারাবিহ নামাজের নিয়ত দোয়া  মুনাজাত

 ইফতারের সময় যেসব আমল করতেন বিশ্বনবি

 ঘূর্ণিঝড়ের সময় আজান দেয়া যাবে কি?

 ঘূর্ণিঝড়ে যে দোয়া পড়বেন

 রমজানে যে বিশেষ দোয়া পড়বেন

ঘুম না আসলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি

 ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন

 বজ্রপাত থেকে বাঁচতে বিশ্বনবি যে দোয়া পড়তেন

 আজানের উত্তর  দোয়া যে কারণে জরুরি

 যে আমলে চরম শত্রুও সামনে আসবে না

 কঠিন বিপদে বিশ্বনবি যে দোয়া পড়তেন

 তাহাজ্জুদ নামাজে বিশ্বনবি যে দোয়া পড়তেন

 যে দোয়া পড়লে আগুনে পুড়ে মৃত্যু হবে না

 আগুন নেভাতে যে দোয়া পড়বেন

 কবর দেখলেই যে দোয়া পড়া জরুরি

 জনপ্রতিনিধিরা যে দোয়া পড়বেন

 দেশের নিরাপত্তায় যে দোয়া পড়বেন

 তাহাজ্জুদ নামাজে যে সুফল লাভ করে মুমিন

 যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

 দোয়ার সময় যে ভুল করা যাবে না

 যে চিন্তা মানুষকে সহজে ক্ষমার পথ দেখায়

 আল্লাহর হক আদায়ে মানুষের যা করা জরুরি

মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময় কোনটি?

 আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি ইবাদত?

 জানাযার দোয়া না জানলে কী পড়বেন?

 বিবি আসিয়া মৃত্যুর আগে যে দোয়া পড়েছিলেন

 যেসব শিশু আপনজনের জন্য সুপারিশ করবে

 পরিচ্ছন্ন জীবন লাভে যে দোয়া পড়বেন

অস্থিরতা  পেরেশানিতে পড়ুন প্রিয় নবির ছোট্ট দোয়া

 দোয়াটি ছোট হলেও গুরুত্ব অনেক বেশি

 কঠিন বিপদে সঠিক সিদ্ধান্ত লাভে যে দোয়া পড়বেন

 আল্লাহর দয়া লাভের ছোট্ট দোয়া

 জিকির  ইবাদতের সামর্থ লাভের দোয়া

 স্বামী-স্ত্রী মিলনের আগে দোয়া পড়বেন কেন?

 প্রিয়নবি যে কারণে ঋণমুক্তির দোয়া বেশি পড়তেন

 উত্তম জীবন সঙ্গীনী লাভের কুরআনি দোয়া

বিনা প্রচেষ্টায় সফলতা লাভের আমল

 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কুরআনি আমল

 অন্যের বিপদ দেখলে নিজের জন্য যে দোয়া করবেন

 কিডনিতে পাথর হলে যে দোয়া পড়বেন

ফরজ নামাজ শেষে প্রিয়নবি যে দোয়া পড়তেন

 নবজাতকের জন্য বাবা-মা যে দোয়া করবেন

মাথা ব্যথায় যে দোয়া পড়বেন

 ডায়বেটিস হলে যে দোয়া পড়বেন

 হাশরের ময়দানে শাফায়াত অনুষ্ঠিত হবে যেভাবে

 আল্লাহকে ভালোবাসার ধরন  তা বৃদ্ধির দোয়া

 পেট ব্যথায় যে দোয়া পড়বেন

 সুস্বাস্থ্যের জন্য প্রিয়নবি যে দোয়া বেশি পড়তেন

 বন্দিদশা থেকে নিরাপরাধ ব্যক্তির মুক্তির দোয়া

 হজম শক্তি বাড়াতে যে দোয়া পড়বেন

 যে ব্যক্তিকে কখনো দুঃখ-দুর্দশা স্পর্শ করবে না

 হার্টের ব্যথায় যে দোয়া পড়বেন

 চোখ ব্যথায় যে দোয়া পড়বেন

 দাঁতের ব্যথায় যে দোয়া পড়বেন

যেভাবে জিকির করলে আল্লাহর নেয়ামত লাভ হয়

 শরীরের দাগ বা স্পট থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 যে আমলে দুঃখ-বেদনা থাকে না

 মুনাজাতের শেষে কালেমা তাইয়্যেবা পড়া কি আবশ্যক?

 বিষাক্ত পোকা-মাকড়  দুষ্টু লোকের আক্রমণ থেকে বাঁচার দোয়া

 মানসিক অশান্তি  রোগমুক্তিতে যে দোয়া পড়বেন

পশু-পাখির ডাক শুনলে যা করবেন

 প্রিয়নবি যাদেরকে হাত ধরে জান্নাতে নেবেন

 সন্তানের জন্য যে দোয়া করবেন বাবা-মা

 স্বপ্নে সঠিক ইঙ্গিত লাভের আমল

 বিচার বা পরামর্শ বৈঠকে সঠিক সিদ্ধান্ত লাভের দোয়া

 যে আমল করলে আপনার জ্ঞান বাড়বে

 হাট-বাজার কিংবা শহরে যে কারণে বিশেষ তাসবিহ পড়বেন

 স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে গেলে নারীরা যে আমল করবেন

 জীবনের সব চাহিদা পূরণের বিশেষ দোয়া

 পিতামাতা-সন্তান  নিজের জন্য সবসময় যে দোয়া আবশ্যক

 পাপাচারমুক্ত আলোকোজ্জ্বল অন্তর লাভের আমল

 শিশুর কপালে কালো ফোঁটা না দিয়ে যে দোয়া করবেন

 যাদের দোয়া কখনো বিফলে যায় না

 নদী পথে চলাচলে নিরাপদ থাকার আমল

 রিজিক বৃদ্ধির কুরআনি আমল

 মক্কার হারাম সীমানায় হাজিদের যে কাজগুলো নিষিদ্ধ

 বেদখল হওয়া সম্পদ ফিরে পেতে যে আমল করবেন

 হজে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে করণীয়

 মেঘ-বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 আজানে পর দোয়া  দরূদ পড়বেন কেন?

 স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূর করার সহজ আমল

 চরম বিপদে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার ফজিলত  দোয়া

 নিজের পছন্দের জান্নাত পেতে যে দোয়া পড়বেন

 দুনিয়ার সব ভয় থেকে মুক্ত থাকার আমল

 আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া

 আল্লাহর আশ্রয় লাভের দোয়া

 রোজার যে পুরস্কার উম্মতে মুহাম্মাদিকে ছাড়া কাউকে দেয়া হয়নি

 আল্লাহর সন্তুষ্টি অর্জনে দোয়া

রোজার নিয়ত  সাহরি-ইফতারের দোয়া

 ক্ষমা  রহমত লাভে যে দোয়া পড়বেন

 দুনিয়া  পরকালের কল্যাণে যে দোয়া পড়বেন

 মনকে শান্ত রাখতে যে দোয়া পড়বেন Pray that to keep the mind calm

হারিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত ফিরে পাওয়ার আমল

সঠিক সিদ্ধান্তে পৌছতে যে দোয়া করবেন

 সব কাজে ভালো ফলাফলের আমল

 প্রিয়নবির ভালোবাসা  শাফায়াত লাভের দোয়া

যে নামাজ বান্দাকে আল্লাহর একান্ত আপন করে দেয়

কেউ দোয়া চাইলে যে দোয়া করবেন

 বাড়ি থেকে বের হয়ে আল্লাহর জিম্মায় থাকার দোয়া

 সম্পদশালী হতে যে আমল করবেন

ঘুম থেকে ওঠার পর যে কারণে দোয়া পড়বেন

যে কোনো খাবার গ্রহণ শেষে যে দোয়া পড়বেন

দুনিয়া  পরকালের সম্পদ সংগ্রহের দোয়া  আমল

 লোভ-লালসা থেকে মুক্ত থাকার আমল

 সন্তান লাভের কুরআনি আমল

নেক উদ্দেশ্য হাসিলে শয়তানের কুমন্ত্রণামুক্ত থাকার আমল

 বিশ্বনবিকে নামাজে যে দোয়া করতে বলেছেন আল্লাহ

রোজাদারের কঠিন কাজকে সহজ করার দোয়া

 জুমআর দিনে গোনাহ মাফের বিশেষ আমল

 দুনিয়ার সার্বিক প্রশান্তি লাভে যে দোয়া পড়বেন

আল্লাহর ভয়  আনুগত্য লাভে যে দোয়া পড়বেন

 ভুল-ভ্রান্তির হিসাব দেয়া থেকে মুক্ত থাকার দোয়া

পাপমুক্ত জীবন লাভে আল্লাহর ভয় অর্জনের দোয়া

 নেককারদের কাতারে স্থান করে নিতে রোজাদারের দোয়া

যে কাজে আল্লাহ লজ্জাবোধ করেন

অজু-গোসলে করণীয়  দোয়া

 গোনাহ  সীমালংঘন থেকে মুক্ত থাকার দোয়া

 শয়তানের ধোঁকার পর আল্লাহর ক্ষমা

 ভালো কাজের শুরু  শেষে যা পড়বেন

পাপ থেকে ক্ষমা লাভের ছোট্ট আমল

চরম শত্রুকেও বন্ধু হিসেবে পাওয়ার আমল

 মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ দোয়া `নামাজ

 রুজিতে বরকত লাভের দোয়া

 তাওবায়ে নসুহা  ইবাদতে প্রশান্তি লাভের আমল

 অত্যাচারমুক্ত জীবন লাভের দোয়া

 নেশামুক্ত থাকার আমল

অনিচ্ছাকৃত ভুল থেকে মুক্ত থাকার দোয়া

 গর্ভকালীন সময়ের কষ্ট  জটিল বিষয়াবলী সহজ হওয়ার আমল

 ঘর-বাড়ি নিরাপদ রাখার আমল

 আল্লাহর পথে দানের বিনিময়

যে দোয়ায় আল্লাহর দান  সাড়া পাওয়া যায়

শারীরিক  প্রাকৃতিক ক্ষতি থেকে বাঁচতে যে আমল করবেন

 পরিধানের কাপড় পরিবর্তনের সময় যে দোয়া পড়বেন

সূর্যোদয়ের সময় যে দোয়া পড়বেন

 বান্দার নিয়মিত তওবা  ইস্তেগফার এর সুফল

যে আমলে পাপী ব্যক্তির শেষ পরিণতিও ভালো হয়

সন্তান লাভের ছোট্ট আমল

 ইফতারের যেসব আমল নবিজির (সা.) সুন্নত

রোজাদারের আমল  পুরস্কার

অনেক কল্যাণের ইবাদত ইফতার

অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে যে দোয়া করতেন প্রিয়নবি

চিন্তা দূর করতে যে দোয়া পড়বেন, Read the prayer to remove the worry

যে আমলে বান্দার সব কাজ আল্লাহর জন্য হয়ে যায়

 প্রিয়নবির ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির  দোয়া

 যে আমলে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয়

 অভাব-অনটন  অপমান থেকে মুক্ত থাকার দোয়া

 যে আমলে মানুষের জীবিকার অভাব হবে না

জানাযা নামাজের দোয়া

 আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কার্যকরী তাসবিহ

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ পাঠের ফজিলত

 মুসলিম জাতির জন্য হযরত ইব্রাহিম (আঃএর দোয়ার ভাণ্ডার

মৃত ব্যক্তিকে দাফন করার পর যে দোয়া করবেন

কুরআন-হাদিসে ইসতেগফারের নির্দেশ  ফজিলত

 আল্লাহর কাছে যে তাসবিহ সবচেয়ে প্রিয়

 অধিক সম্মান  মর্যাদা লাভের আমল

পরকালে সুপারিশ প্রসঙ্গে আল্লাহর ঘোষণা

 ক্ষমা লাভে যে ইসতেগফার পড়বেন

 ধন-সম্পদ বৃদ্ধির আমল

আল্লাহর দিদার লাভে নফল ইবাদতের গুরুত্ব

 মৃতব্যক্তিকে কবরে রাখার দোয়া

 মানুষের ভালোবাসা  নেতৃত্ব লাভের আমল

 আয়াতুল কুরসির ফজিলতপূর্ণ দ্বিতীয় বাক্য আল-হাইয়্যুল ক্বাইয়্যুম

হজরত মুয়াযকে যে দোয়া পড়তে বললেন প্রিয়নবি

 চিন্তামুক্ত থাকতে প্রিয়নবির ছোট্ট দোয়া

 নেক হায়াত বৃদ্ধি  সুস্থতা লাভের আমল

আল্লাহর সর্বাধিক গুণ বর্ণনায় নাজিল হয় যে আয়াত

 ইসতিখারা নামাজ  দোয়া

 আল্লাহর পথে দানের গুরুত্ব  প্রয়োজনীয়তা

 দ্বীনের ওপর একনিষ্ঠ থাকতে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 পিতা-মাতার জন্য ক্ষমা চাওয়ার ফজিলত

 আত্ম-নিয়ন্ত্রণের আমল

 ব্যাথা-বেদনা বা অঙ্গহানির আশংকায় যে আমল করবেন

কোনো মানুষ হারিয়ে গেলে যে আমল করবেন

খুশী  কষ্টের সময় আল্লাহর প্রশংসা করবেন যেভাবে

যে আমলে গর্ভবর্তী স্ত্রীদের সন্তান জন্মদান সহজ হয়

দোয়া যে কারণে মানুষের সর্বোত্তম ইবাদত

দোয়া কবুলে বিশ্বনবির নিশ্চয়তা

কেয়ামতের ময়দানের আজাব থেকে মুক্তির আমল

 বৃষ্টিসহ সব প্রাকৃতিক দুর্যোগে যেসব দোয়া পড়বেন

 ঈমানি মৃত্যু  জাহান্নাম থেকে মুক্তির আমল

 যে গোপন আমল প্রকাশে রয়েছে দ্বিগুণ সাওয়াব

 বদ স্বভাব দূর করতে যে আমল করবেন

দোয়া কবুলে দরূদ পাঠের গুরুত্ব

 আল্লাহর কাছে প্রিয় আমল ভালো  মন্দ মেনে চলা

 অবাধ্য স্ত্রীদের সংশোধনে যে আমল করবেন

 আল্লাহর কাছে বাদশাহ তালুতের সাহায্য প্রার্থনা

 আল্লাহর নৈকট্য অর্জনে যে দোয়া করা আবশ্যক

 কাঙ্ক্ষিত পদ-পদবি বা দায়িত্ব লাভে যে আমল করবেন

 জুলুম থেকে বেঁচে থাকার কুরআনি দোয়া

ভয়-ভীতি থেকে বেঁচে থাকার আমল

জাযাকাল্লাহু খাইরান বলায় যে কল্যাণ অর্জিত হয়

 স্ত্রী-সন্তানের জন্য অভিভাবকদের যে দোয়া করা জরুরি

 কোনো জিনিস হারিয়ে গেলে যে আমল করবেন

মাগরিবের সময় যে দোয়া পড়বেন

 জান্নাতের নেয়ামত লাভে ইবরাহিম আলাইহিস সালামের শেখানো তাসবিহ

কবরের আজাব থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 মানসিক যন্ত্রণামুক্ত থাকতে যে দোয়া পড়বেন

 অবাধ্য সন্তানকে অনুগত করার আমল

 আল্লাহর স্মরণে অন্তর জিন্দা রাখার আমল

 অসুস্থতায় যে দোয়া পড়বেন

আল্লাহর কাছে সব সময় যে দোয়া করা জরুরি

 মসজিদে নববির যে সব স্থানে দোয়া কবুল হয়

 কাবা শরিফ তাওয়াফে রোকনে ইয়ামেনিতে পড়ার দোয়া

 হজে গমনকারী প্রিয়জনের জন্য দোয়া

 দেনা পরিশোধে আল্লাহর কাছে ধরনা

 নিজের  বংশধরদের জন্য যে দোয়া সর্বোত্তম

 স্বামী-স্ত্রীর মাঝে মিল-মহব্বত সৃষ্টিতে যে আমল করবেন

 দোয়া কবুলের গুরুত্বপূর্ণ ৫টি সময়

 শত্রুর মোকাবেলায় পড়ার দোয়া

 যে কারণে জিকির ছেড়ে দেওয়া যাবে না

শয়তান থেকে হিফাজত থাকার দোয়া

যেভাবে আল্লাহর শোকর আদায় করতেন রাসুল (সা.)

 মনের আশা পূরণে যে তাসবিহ কার্যকরী

যে আমলে শত্রুর মনে ভয় সৃষ্টি হয়

রোজা  নামাজ কবুলের দোয়া

রোজায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দোয়া

 ইফতার করেই যে দোয়া পড়তেন বিশ্বনবি

অন্তর পরিশুদ্ধ করতে যে দোয়া পড়বেন রোজাদার

 রোজায় আল্লাহকে খুশি করার দোয়া

জান্নাতের নিশ্চয়তা পেতে যে দোয়া পড়বেন রোজাদার

যে দোয়ায় কল্যাণ  বরকত পাবেন রোজাদার

 বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

 জান্নাতে যেতে আলী (রাএর  উপদেশ

গোনাহ হলেই সঙ্গে সঙ্গে যে দোয়া পড়বেন

 মুহাম্মাদ (সা.)-এর শাফাআত পাওয়ার  উপায়

নেক সন্তান পাওয়ার কুরআনি আমল  দোয়া

 মুমূর্ষু ব্যক্তির জন্য যে দোয়া পড়বেন

 হতাশা থেকে দূরে থাকার উপায়  দোয়া

 শিরকের ভয়াবহ গোনাহ থেকে মুক্তির উপায়

 বিশ্বনবি যাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন

 আল্লাহর আজাব থেকে বাঁচতে প্রতিদিন যে দোয়া পড়বেন,

 সহজ হিসাব  জান্নাত পেতে ৩টি গুণের কথা বলেছেন বিশ্বনবি

সাকিনাহ কীতা পাওয়ার উপায়  দোয়া,

দোয়া কবুল  মুক্তি!

 সুন্দর জীবন  সঠিক কাজ চেয়ে আল্লাহর কাছে দোয়া

 বিশ্বনবির সব দোয়ার সমষ্টি যে দোয়া

 দ্বীন  ঈমানের ওপর স্থির থাকতে যে দোয়া পড়বেন

 সঙ্কট-শঙ্কা থেকে মুক্তি পেতে করণীয়  দোয়া

সেজদায় যে  দোয়া খুবই উপকারী

 যে জিকিরে রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ

 যে নারীকে বিয়ে করার উপদেশ দিয়েছেন বিশ্বনবি

যে দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন আল্লাহ

 ঘুমাতে গেলে যে কারণে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি

দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে জুমআর দিনের বিশেষ আমল

রোগ-বিপদ মুক্তি  সন্তান লাভের কার্যকর দোয়া

খাবার অপচয়রোধে করণীয়  বরকতের দোয়া

 টয়লেটে যাওয়ার আগে-পরে যে কারণে দোয়া পড়া জরুরি

 যখনই বিপদ-অশান্তিতে পড়বেন তখনই এই  আমল করবেন

 অসহায়-অক্ষমতায় সাহায্য লাভের ছোট্ট দোয়া

 বিজয় উদযাপনের সুন্নাতি আমল

মৃতদের স্মরণে আবেগঘন দোয়া

 অসুস্থতা বেড়ে গেলে যে দোয়া পড়বেন

ঋণ পরিশোধের পর যে দোয়া করতেন বিশ্বনবি

 সুস্থতা  ঈমানি মৃত্যু লাভের দোয়া

 অসুস্থ ব্যক্তির জন্য যেভাবে দোয়া করা জরুরি

 মৃত্যুর পর অমুসলিমের জন্য দোয়া করা যাবে কি?

সাহায্য লাভে যেভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবি

শেষ জীবন  আমল ভালো হওয়ার দোয়া

 স্মৃতিশক্তি বাড়ানোর সহজ ১০ উপায়

ঘুমানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়

 অন্তরঙ্গ সম্পর্ক গড়ার কুরআনি আমল  দোয়া

 তাওবায়ে নাসুহার ধরণ  দোয়া

 আয়াতুল কুরসি তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কি?

 অজুর সময় যেসব দোয়া পড়বেন

নিজের ঘর  সন্তানদের জন্য যে দোয়া করা আবশ্যক

 অর্থ  উচ্চারণসহ নামাজের সানা

 কঠিন বিপদ  ক্রান্তিলগ্নে যে দোয়া পড়বেন মুমিন

 কুনুতে নাজেলা দোয়া-বদদোয়ায় পড়ার নিয়ম

 সকালবেলা নিয়মিত যে দোয়া পড়তেন বিশ্বনবি

 আত্তাহিয়্যাতু উচ্চারণ  অর্থসহ ফজিলত

 যে ছোট্ট দোয়ায় অগণিত সাওয়াব পাবেন মুমিন

 ফেরেশতারা যে সহজ শর্তে মানুষের জন্য ক্ষমা চায়

 গোনাহ মাফে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

 যে দোয়া পড়লে বিশ্বনবির সঙ্গে জান্নাতে যাওয়া সুনিশ্চিত

 দুঃখ-দুর্দশায় যে দোয়া পড়লে কবুল হয়

 বিপদে যেসব দোয়া করতে নিষেধ করেছেন বিশ্বনবি

 নামাজে দাঁড়িয়ে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়

কৃতজ্ঞতা প্রকাশে যে দোয়া পড়বেন মুমিন

 উভয় জাহানের কল্যাণে যে দোয়া করবে মুমিন

 ক্ষমা  অনুগ্রহ পাওয়ার দোয়া

নতুন মাসে সাহাবায়েকেরাম যে দোয়াটি বেশি পড়তেন

 দুধ পানে যে  কাজ করতেন বিশ্বনবি

 শরীরের যেকোনো ব্যথা দূর করার আমল  নিয়ম

 ভুল করলে ক্ষমা চাইবেন যেভাবে

 জীবনের সৌন্দর্য  সম্পদ লাভের আমল

 যে দোয়ায় রাগের প্রভাব থাকে না

 যে  বিষয়ে মুক্তি চাইতেন বিশ্বনবি

 বিশ্রামের সময় যে দোয়া পড়তেন বিশ্বনবি

 চাকরির জন্য যে দোয়া পড়বেন

 যেসব আমলে মানসিক চাপ কমে

মৃতদের কল্যাণে জীবিতদের দোয়া  করণীয়

 ঘরে শয়তানের আক্রমণ ঠেকানোর আমল  দোয়া

যে আমল বেশি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ

 মুমিনের যে আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম

 বিশ্বনবি যে  বিষয়ে আশ্রয় চেয়ে দোয়া করতেন

 গোনাহ থেকে মুক্তিতে বিশ্বনবির দোয়া

 নামাজের নিয়ত বেঁধে যে দোয়া পড়তেন বিশ্বনবি

 যে দোয়ায় সব সময় আল্লাহর রহমত নাজিল হয়

 সচ্ছলতা লাভের দোয়া  উপায়

 যে দোয়া  আমলে চিন্তামুক্ত থাকবে মুমিন

 আল্লাহর অনুগ্রহ  প্রশান্তি লাভে জিকিরের গুরুত্ব

 অস্থিরতা থেকে মুক্তি পেতে করণীয়

 ভুলে কারও ওপর জুলুম করলে যে দোয়া পড়বেন

 বিশ্বনবি যেভাবে দোয়া করতেন

 নিজের কাজ সঠিকভাবে করতে যে দোয়া পড়বে মুমিন

 জুমআর দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আসে

 রোগীর সেবা-শুশ্রূষায় বিশ্বনবির নির্দেশনা

 আল্লাহকে ভালোবেসে মুমিন যেভাবে প্রার্থনা করে

 ঋণমুক্তি  রিজিক লাভের  আমল

যে কারণে মানুষের রিজিক কমে যায়

সুস্বাস্থ্যের জন্য কতক্ষণ ঘুমাবে মুমিন

 আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে আমাদের করণীয়

 যে কারণে মানুষের মুখস্ত শক্তি কমে যায়

 ক্ষমা প্রার্থনার নিয়ম   দোয়া

 জ্বর  মাথাব্যাথায় যে দোয়া পড়বেন

 জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে যে দোয়া পড়বেন

 যে আমলে দূর হবে ইবাদতের ভুল

মন থেকে সব দুশ্চিন্তা দূর করার আমল

 যে আমল করলে অভাব মোচন হয়

 গোনাহ থেকে বেঁচে থাকার উপায়

 যে  ব্যক্তির দোয়া সব সময় কবুল হয়

 মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্বনবি

 বিপদে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার ফজিলত

 স্বাস্থ্য সুরক্ষার আদব  দোয়া

দোয়া ইউনুস পড়ার নিয়ম  উপকারিতা

কুরআনের যে সুরা দোয়া  শেফা

 ঘূর্ণিঝড় বৃষ্টিতে যে আমল করবেন

 ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকার দোয়া

মহামারি থেকে মুক্তির দোয়া

 সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

 লাইলাতুল কদরের দোয়া

 আল্লাহর সন্তুষ্টি  নিজের প্রয়োজনে রোজাদারের  কাজ

 হে আল্লাহরমজানই হোক বান্দার গোনাহ মাফের বসন্তকাল

ক্ষমা লাভে সেজদায় যে দোয়া পড়বেন

 হে আল্লাহআমাদের গোনাহ ক্ষমা করুন

 রোজার সাওয়াব স্থির হতে ইফতারে যে দোয়া পড়বেন

 যে  দোয়া পড়তে পারেন এক মিনিটেই!

 আজাব-গজব থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

 যেসব কথায় রোজা  ইবাদত নষ্ট হয়

 যে বিশেষ আমল  দোয়ায় রমজান কাটাতে বলেছেন বিশ্বনবি

 যে আমল মানুষকে সব বিপদ থেকে মুক্তি দেবে

 বিপদ এলে যেভাবে আল্লাহর সাহায্য চাইবেন

 সব সময় স্বাভাবিক থাকার দোয়া

 দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া

আবু বকর (রা.) কে নামাজে যে দোয়া পড়তে বলেছেন নবিজি (সা.)

পড়ালেখা-পরীক্ষা শুরু করতে কোনো দোয়া আছে কি?

 ক্ষমা চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত

 রাসুলুল্লাহ (সা.) যে দোয়া বেশি পড়তেন

 দোযখের শাস্তি থেকে বাঁচার দোয়া

 নেককার বান্দা হওয়ার দোয়া

 কিয়ামতের দিন লাঞ্ছিত না হওয়ার দোয়া

 ইফতারের সময় যে দোয়া গুলো বেশি পড়বেন

 ইফতার করার দোয়া

 উত্তম চরিত্র  গুণ অর্জনের  দোয়া

 ভয়াবহ বিপদের সময় কী দোয়া পড়বেন?

এইডসসহ মারাত্মক ব্যাধি থেকে বাঁচার দোয়া

 উত্তম চরিত্র  গুণ অর্জনের  দোয়া

 ঘর থেকে বের হওয়ার যে দোয়ায় শয়তান ব্যর্থ হয়

নামাজে সালাম ফেরানোর পরের জিকির  দোয়া

 অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া

 চাহিদা পূরণ  চিন্তা দূর করতে যে দোয়া পড়বেন

 সালাম ফেরানোর পর যে দোয়া পড়তে হয়

যে দোয়ায় মিলবে আল্লাহর সাহায্য

 নবীজির (সাযেসব আমলে বিপদমুক্ত থাকতে পারেন

 আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া

 সচ্ছলতার জন্য যে দোয়া পড়তে বলেছেন নবিজি (সা.)

 নবীজি (সা.) কে যে দোয়া পড়ে ঝাড়-ফুঁক করেছিলেন জিবরিল (.)

 সকাল-সন্ধ্যার জিকির  দোয়া

 স্ত্রী-সন্তানের জন্য স্বামীর দোয়া

 নবিজি (সা.) মৃত্যুর আগে যে দোয়াটি বেশি পড়তেন

আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া

পেরেশানী দূর করার দোয়া

যে দোয়ায় কাউকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না

 রজব মাস জুড়ে নবীজি (সা.) যে দোয়া পড়তেন

 সুন্দর চরিত্র  গুণের জন্য নবিজির (সা.) একগুচ্ছ দোয়া

 নির্যাতন থেকে মুক্তি জান্নাতে ঘর পাওয়ার দোয়া

 যে দোয়া আল্লাহ ফেরত দেন না

 ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো

 রাতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন পড়ার দো

 ঘুমানোর সময় পড়ার দোয়া - ঘুমানোর যিক্রসমূহ

 ঘুম থেকে জেগে উঠে পড়ার দোয়া

আশ্চর্যজনক  আনন্দজনক বিষয়ের পর দো

কোনো মুসলিমের প্রশংসা করা হলে সে যা বলবে

 যাকে আপনি গালি দিয়েছেন তার জন্য দো Doa for the one you have abused

 কাফের সালাম দিলে কীভাবে জবাব দিবে How will you respond if you greet a disbeliever?

 সালামের প্রসার Spread the salutation

কেউ যদি বলেআল্লাহ আপনার উপর বরকত দিনতার জন্য দো If someone says, May Allah bless you, doa for him

 আপনাকে কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দো If someone offers you to donate his wealth, doa for him

যে ব্যক্তি বলবেআমি আপনাকে আল্লাহ্ জন্য ভালোবাসি’— তার জন্য দো Doa for the person who says, I love you for the sake of Allah

 বৈঠকের কাফফারা হিসাবে পড়ার দোয়া Meeting atonement (compensation)

মজলিসে পড়ার দো Doa for reading in the assembly

বিপন্ন লোক দেখলে পড়ার দো Doa to read if you see endangered people

 কাফের ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে যা বলা হবে If the disbeliever sneezes and says Alhamdulillah, what will be said in response to him

 হাঁচির দো Doa of sneezing

ফলের কলি দেখলে পড়ার দো Doa to read when you see a fruit bud

কোনো পরিবারের কাছে ইফতার করলে তাদের জন্য দো

 দোআর মাধ্যমে খাবার বা পানীয় চাওয়ার ইঙ্গিত করা Indicating food or drink through Doa

 আহারের আয়োজনকারীর জন্য মেহমানের দো Guest Doa for the meal organizer

খাওয়ার শেষ করার পর দো Doa after eating

 বৃষ্টি বর্ষণের পর যিকর Zikr after rain

 বৃষ্টি দেখলে দো

 বৃষ্টি চাওয়ার কিছু দো

 মেঘের গর্জন শুনলে পড়ার দো

 বায়ূ প্রবাহিত হলে পড়ার দো

সকাল  বিকালের যিক্রসমূহ

 ঘরে প্রবেশের সময় যিক্

 বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্

 পায়খানা থেকে বের হওয়ার দো

পায়খানায় প্রবেশের দো

 অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো

 নতুন কাপড় পরিধানের দো

 কাপড় পরিধানের দোয়া

 তাসবীহতাহমীদতাহলীল  তাকবীর -এর ফযীলত

 তওবার দোয়াতওবা

 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পাঠের ফযীলত

 কেউ ঋণ দিলে তা পরিশোধের সময় দো

 আল্লাহ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন

কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দো

কেউ যদি বলেআল্লাহ আপনাকে ক্ষমা করুনতার জন্য দো

 ক্রোধ দমনের দো - রাগ নিয়ন্ত্রনের দোয়া

 রাসুল (সাঃযে  দোয়া বেশি পড়তেন এবং পড়তে বলতেন

 বাবা মার জন্য সন্তানের দোয়া  করণীয়

 ঈমানি মৃত্যু লাভে যে দোয়া পড়বেন

জুলুম থেকে বাঁচতে মাজলুমের দোয়া

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া

করোনা প্রতিরোধে কুনুতে নাজেলা পড়ার আহ্বান

 বদনজর থেকে বাঁচার দোয়া , বদনজর লাগলে দুটি কাজ করুনবদ নজর যেন না লাগে সেজন্য করণীয়

 কালো যাদুবান মারাজ্বীন চালান থেকে বাচার আমল - আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

 নেক সন্তান লাভের দোয়া - আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

শরীরের বিষ ব্যথা দূর করার দুয়া  রুকিয়া -Abdul Hi Muhammad Saifullah

 দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার ১২টি উপায় - শায়খ আহমাদুল্লাহ

 ইসমে আজম মনের আশা পূরণ হওয়ার দোয়া Isme Azam prays for fulfilling the hopes of the mind

 মানসিক অশান্তি আর ধার দেনা থেকে বাচার আমল জেনে নিন Get to know the life cycle from mental turmoil and debt

 দুয়া ইউনুস কীভাবে পড়লে দুশ্চিন্তা দূর হয়আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

নেক সন্তান লাভের দোয়া শায়খ আহমদ উল্লাহ

 যে দোয়া পড়লে উহুদ পাহাড় সমান ঋণ থেকেও মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ

 ইসমে আজম দোয়া বাংলা অনুবাদ - যে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন

 মাসলিসের আখেরি মোনাজাত উচ্চারণ সহ With the recitation of the final munajat of Maslis

রাব্বানা দিয়ে পবিত্র কুরআন থেকে ৪০ টি দোয়া

 অশ্লীলতা পর্নোগ্রাফি থেকে মুক্ত থাকার দোয়া

REMOVE EVIL EYE NOW!!! - Very Powerful - MUST WATCH!!!!

নেতিবাচক চিন্তাভাবনা এবং খারাপ অনুভূতি দূর করার দোয়া This Powerful Dua Will Stop Negative Thoughts, Bad Feelings and Thinking Insha Allah!

প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলিমের দোয়া Forgiveness Prayer For Everyone

GOOD MORNING DUA - LISTEN TO THIS PRAYER EVERY MORNING FOR BEAUTIFUL AND PEACEFUL DAY

 উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া Dua to become a better person দ্বীনদার স্বামীস্ত্রী পাওয়ার দোয়া

গর্ভাবস্থায় সেরা দোয়া বাচ্চা এবং মা সুরক্ষার জন্য-সন্তানের জন্মের সুরক্ষা Best Dua For Baby And Mother Protection DURING PREGNANCY | Childbirth safety - Safe Delivery!

আপনার জীবনকে সহজ করে তুলতে দোয়া DUA TO MAKE YOUR LIFE EASIER

দোয়া  জামিলাহ DUA E JAMILAH  - Solve All Your Problems Through The Beautiful Names of Allah

 ধনী হওয়ার পাওয়ারফুল দোয়া Powerful Dua To Become Rich & Wealthy

 সকাল বেলায় পড়ার দোয়া Morning Dua against jinn, bad people, enemies, sihr, black magic, shaytan

যে কোন সমস্যা সমাধানের শ্রেষ্ঠ দোয়াBEST DUA TO SOLVE ANY PROBLEM

 টাকা পয়সার সমস্যা চাকরি  ব্যবসায়িক সচ্চলতার দোয়

 যে দোয়া পাঠ করলে ৭০ হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে।

সবার ভালোবাসা পাওয়ার জন্য দুয়া! - ভালোবাসার উদ্দ্যেশ্য হবে আল্লাহর জন্য

 ব্ল্যাক ম্যাজিক খারাপ জ্বিন এবং হিংসুকের হিংসার বিরুদ্ধে শক্তিশালী রুকিয়াহ ভিডিও

 জিনের অনিষ্ট থেকে বাঁচার আমল ভিডিও

যে দোয়া আপনাকে দুনিয়া  আখিরাতের সব কিছু দিবে ইনশাআল্লাহ ভিডিও

 শত্রু চির দিনের জন্য দমন হবে এক শব্দের ছোট্ট দোয়ায় সহীহ মুসলিম,হাদীস নং ৩০০৫

গায়েবী রিজিক পাওয়ার দোয়া

প্রচুর ধন সম্পদ লাভের দোয়া

যে পাঁচ সময় দোয়া করলে অবশ্যই তা কবুল হয়!

যে সময় দোয়া করলে কবুল হয়।

 মহামারী  সংকটময় মুহূর্তের কিছু আমল

 দোআর আদব বা শিষ্টাচার সমূহ

আয়াতুল কুরসি - বাংলা উচ্চারণ অনুবাদ  ফজিলত

আল্লাহর রাসূল (সা.) দৈনন্দিন জীবনে যে সব যিকির  দু' পড়তেন

 দৈনন্দিন জীবনে যিকর  দোয়া

 কঠিন কাজ সহজ হওয়ার বা দুশ্চিন্তা দূর করার দোয়া-

 আনন্দদায়ক বা অপছন্দনীয় কিছুর সম্মুখীন হলে বলবে-

 করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার ৪টি দোয়া

 দৈনন্দিন মাসনুন দোয়া  মাসআলা মাসায়েল

 আত্মশুদ্ধির পথ

 আল কুরআনের দোয়া

 হযরত আদম আঃ এর দোয়া

 নবী ইউনুস আঃ এর দোয়া

 আইয়ুব আঃ এর দোয়া - কঠিন রোগ থেকে মুক্তি

সকল কঠিন রোগ মুক্তির দোয়া

 করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়া মুহাম্মদ সাইফুল্লাহ

কবরের আজাব থেকে মুক্তির দোয়া  সুরা মূলক বাংলা উচ্চারন  অনুবাদ সহ

বিতর নামাজে শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত উঠিয়ে যে দোয়া কুনুত পড়া হয়

 বিতর নামাজে দোয়া কুনুত

 বিপদে হযরত মুহাম্মদ (সা.) যে ৩টি দোয়া পাঠ করতেন

 কুরআনের ১১২ নম্বর সূরা পাঠ করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন

 সন্তানের নিরাপত্তায় মহানবী (সাঃযে দোয়া পড়তে বলেছেন।

 কঠিন বিপদ থেকে মুক্তি পেতে মহানবী (সাযে দোয়া পড়তেন !!

দোয়ার ভান্ডার

যে আয়াত পাঠ করলে মৃত্যু যন্ত্রণা হবে পিপড়ার কামড়ের মত!

 যে আয়াত পাঠে ঘরে দারিদ্রতা প্রবেশ করে না!

 অতর্কিত বিপদে আপদ থেকে বাচার আমল

যে দোয়া পড়লে রাসূল (সানিজ হাতে জান্নাতে নিয়ে যাবেন

১০০০ বছরের কাজা নামাজ আদায়ের দোয়া

 বিয়ের পর স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীকে যে দোয়া পড়তে হয়

আল্লাহকে খুশি করার সহজ আমল

একটি ছোট দোয়ার বরকতে তিনটি বড় রোগের চিকিৎসা

 যে দোয়া পড়লে শরীর  হার্ট ব্যথা মুক্ত থাকবে

 শরীরের ব্যথা মুক্তির দোয়া

 গুনাহ থেকে বেচে থাকার দোয়া

 ঝড় বৃষ্টিতে যেসব দোয়া পড়তে হয়

 জান্নাত লাভের দশ আমল মাওলানা উমায়ের কোব্বাদী

 জান্নাত লাভের  জাহান্নাম থেকে মুক্তির দোয়া

যে দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন রাসূল (সা.)

জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া

 গাড়ীলঞ্চষ্টীমারে উঠার পর দোয়া

কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া

 অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া

 দরুদে ইব্রাহিম

 তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু)

 ঈমান ঠিক রাখার আমল

 স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়া

 ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া

 আহাদ নামা তিন হাজার রোগের ঔষধ

 আয়াতে শিফা "সকল রোগের মহৌষধ ছয়টি আয়াত"

 দুরূদে শিফা বা রোগ মুক্তির দুরূদ 

 শত্রু দমনের দোয়া

 সহীহ মাসনূন ওযীফা

 রাহে বেলায়াত রাসুল (সাাঃএর যিকর  ওযীফা

পবিত্র কুরআনুল কারীমের ৩৩ আয়াতের আমল ফযীলত

 আল্লাহতায়ালা যে দোয়ায় সন্তুষ্ট হন

 সহীহ নামায  দু' শিক্ষা

 সাইয়্যিদুল ইস্তিগফার বা তওবার শ্রেষ্ঠ দোয়া

 ভালো কাজের পরিবর্তে পড়ার দু'

 তেলওয়াতে সেজদার দু'

তাহাজ্জুদ নামাজের দু'

সকাল সন্ধা পড়ার দু'

 সব সময় পড়ার গুরুত্বপূর্ণ দু'

রূগী দেখার সময় পড়ার দু'

 ঋণ মুক্তির দু'

 পায়খানা প্রসাব খানায় যাওয়ার দু'

খাওয়ার সময় পড়ার দু'

 যানবাহনে আরোহনের দু'

হাঁচির দু'

ঘর হতে বাহির হওয়ার দু'

ঘুমাতে যওয়ার সময় পরার দু'

 ঘুম হতে উঠে পড়ার দু'

 এস্তেখারার দু' এবং ইস্তেখারা করার পদ্ধতি কি?

 বিপদে পতিত হলে দু'

 বাজারে প্রবেশের সময় পড়ার দু'

 আয়না দেখার সময় পড়ার দু',

 পোশাক পরিধান করার সময় পড়ার দুআ

 আকাশে মেঘ দেখলে পড়ার দু'

 অতি বৃষ্টি  অনা বৃষ্টির সময় পড়ার দোয়া

 বিদ্যুৎ চমকানোর সময় পড়ার দোয়া

 ঘুর্নিঝড়ের সময় পড়ার দু'

 ইকামাতে হাইয়া আলাল ফলাহ বলার সময় পড়ার দু'

 ইকামাতে কাদকামাতিস সলাহ বলার সময় পড়ার দু'

 আজানের দু'

 মসজিদে প্রবেশের দু'

 ইহরামের দোয়া

 কোরবানির পশু জবেহ করার দু'

 দুই ঈদে পড়ার তাকবির

 লায়লাতুল কদরে পড়ার দু'

 ইফতারের দু'

 অজু  গোসলের দু'

নতুন চাঁদ দেখে পড়ার দু'

 দু' মাছুরা

 দু' কুনুত

 কবর যিয়ারতের দু'

মুর্দাকে কবরে রাখার সময় পড়ার দু'

 জানাযার নামাজের দু'

 বিপদে পড়লে বা মৃত্যুর খবর শুনলে পড়ার দুআ

 স্ত্রী সহবাসের দু'

 পবিত্র হাদিস শরীফে উল্লেখিত কিছু দু'

 পবিত্র কোরআনুল কারীমে উল্লিখিত দু' সমুহ

 আল্লাহ পাকের সুন্দর নামসমূহ

 নেক সন্তান লাভের দোয়া

 বদনজর জিন ওজাদুর চিকিৎসা

 বিভিন্ন আমলের ফজিলত  বরকত

 কুরআন  সুন্নার আলোকে তওবা  পাপ মোচনের আমল পর্ব ০৩

 কুরআন  সুন্নার আলোকে তওবা  পাপ মোচনের আমল পর্ব ০২

 কুরআন  সুন্নার আলোকে তওবা  পাপ মোচনের আমল পর্ব ০১

দুঃখ  ঋণ দুর হওয়ার দোয়া

পুত্র সন্তান লাভের দোয়া

নামাযের দোয়া  যিকির

সহজ ১০টি জিকিরযার প্রতিদান সরাসরি জান্নাত!

জেনে নিন বজ্রপাতের সময় কি করতে বলেছেন মহানবী (:)

দরিদ্রতা থেকে মুক্তির দোয়া

৮০ বছরের গুনাহ মাফের দোয়া

মানসিক শান্তির জন্য মহানবী (সা.) এর দোয়া

সহীহ দোয়া  যিকির শিক্ষা

আল্লাহর ৯৯ নাম  এর ফজিলতসমূহ

চার কুল এবং আয়াতুল কুরসী

আয়াতুল কুরসীর ফজীলত:

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.