যে আমলে চরম শত্রুও সামনে আসবে না

আস-সাবুরু (اَلصَّبُوْرُ) আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম। নামের গুণ মর্যাদা সম্পর্কে কুরআনে পাকে অনেক আয়াত নাজিল হয়েছে। গুণবাচক নামের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত।

হাদিসে পাকে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের অনেক আমল ফজিলত বর্ণিত আছে। যে গুণবাচক নামের আমলে মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করে।

তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।

দুঃখ দুর্দশা বিপদাপদে পবিত্র গুণবাচক নামের আমল করলে শান্তি লাভ করব। আর নিরাপত্তা লাভে গুণবাচক নাম (اَلصَّبُوْرُ) ‘আস-সাবুরু’-এর নিয়মিত আমলই যথেষ্ট।

উচ্চারণ : ‘আস-সাবুরু
অর্থ : ‘অত্যন্ত ধৈর্যশীল

ফজিলত আমল
-
চরম দুঃখ-দুর্দশা বিপদের সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلصَّبُوْرُ) আস-সাবুরু৩৩ বার পাঠ করলে-
-
সে শান্তি লাভ করবে।
-
শত্রুর আক্রমন মুখ বন্ধ হয়ে যাবে এবং পিছু হটে যাবে।
-
বিচার প্রার্থী বিচারকের কাছে ভালো আচরণ পাবে।
-
সব মানুষের কাছে সে হবে সম্মানিত।

- যদি কোনো ব্যক্তি মধ্য রাতে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلصَّبُوْرُ) আস-সাবুরু’-এর জিকির করে, তবে তার কল্যাণ হবে।

সুতরাং হাজারো প্রচেষ্টা সাধনায় যেসব বিপদজনক কাজ দুঃখ-দুর্দশা দূর হয় না। সেসব কাজ আল্লাহ তাআলা ছোট্ট গুণবাচক নামের আমলে সমাধান হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর গুণবাচক নামের ছোট্ট আমলে উল্লেখিত বিষয়ে সঠিক সমাধান শান্তি নিরাপত্তা লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.