মেঘের গর্জন শুনলে পড়ার দো‘আ


মেঘের
গর্জন শুনলে পড়ার দো

 «سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكةُ مِنْ خِيفَتِهِ».

(সুবহা-নাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল-মালা-ইকাতু মিন খীফাতিহি)

১৬৮- পবিত্র-মহান সেই সত্তা, রা ফেরেশ্তা যাঁর মহিমা পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশ্তাগণও তা- করে যাঁর ভয়ে।[1]

[1] ‘‘আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দো পড়তেন... মুওয়াত্তা ইমাম মালেক /৯৯২। আর আলবানী তাঁর সহীহুল কালেমিত তাইয়্যেব গ্রন্থে পৃ. ১৫৭, বলেন, এর সনদটি মওকূফ সহীহ

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.