এইডসসহ মারাত্মক ব্যাধি থেকে বাঁচার দোয়া

চারিত্রিক পবিত্রতা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বিকল্প নেই। হাদিসে পাকে রাসুলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারিত্রিক পবিত্রতায় নিষ্কলুষ থাকতে একটি দোয়া তুলে ধরেছেন; যে দোয়ার আমল করলে মহান আল্লাহ এইডস, করোনাসহ নাম না জানা মারাত্মক সব রোগ-ব্যাধি থেকে হেফাজত করবেন। তাহলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল মালি ওয়াল আহওয়ায়িওয়াল আদওয়ায়ি।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.