যে ব্যক্তিকে কখনো দুঃখ-দুর্দশা স্পর্শ করবে না
সুখ দুঃখ মানুষের জীবনে মুদ্রার এপিঠ-ওপিঠের মতো জড়িত। কিন্তু ভালো কাজের ফলে কখনো কখনো দুঃখ-দুর্দশা মানুষকে স্পর্শও করতে পারে না। যারা আল্লাহ বিধান মেনে চলার পাশাপাশি আল্লাহ তাআলার ছোট্ট একটি গুণবাচক নামের আমল করে তারা কখনো দুঃখ-দুর্দশায় পতিত হবে না।
হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’
দুঃখ-দুর্দশা
থেকে
মুক্ত
থাকতে
আল্লাহ
তাআলার
গুণবাচক
নাম
(اَلْوَارِثُ) ‘আল- ওয়ারেছু’-এর
নিয়মিত
আমলই
যথেষ্ট।
উচ্চারণ : ‘আল-
ওয়ারেছু’
অর্থ
: ‘সব
কিছু
ধ্বংস
করার
পর
যিনি
পুনরায়
সব
কিছুর
অধিপতি’
ফজিলত ও আমল
- যে ব্যক্তি
নিয়মিত
(প্রতিদিন)
সূর্য
ওঠার
সময়
আল্লাহ
তাআলার
গুণবাচক
নাম
(اَلْوَارِثُ) আল- ওয়ারেছু’ ১০০
বার
পাঠ
করবে,
সে
ব্যক্তি
কখনো
দুঃখ-দুর্দশায়
পতিত
হবে
না।
শুধু তা-ই নয়, যে ব্যক্তি এখানেই সীমাবদ্ধ নয়, যে ব্যক্তি আল্লাহ তাআলা গুণবাচক নাম (اَلْوَارِثُ) আল- ওয়ারেছু’ বেশি বেশি পাঠ করবে তার সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর গুণবাচক নামের আমলের মাধ্যমে দুঃখ-বেদনা ও দুঃশ্চিন্তামুক্ত থেকে সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।
No comments