মৃতব্যক্তিকে কবরে রাখার দোয়া
‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ পরকালে সব প্রাণীর হিসাব-নিকাশ হবে; তবে ফলাফল তথা নেয়ামত বা শাস্তি প্রাপ্ত হবে জ্বিন এবং ইনসান। হাদিসে পাকে মৃত ব্যক্তির জন্য বিভিন্ন দোয়ার নসিহত পেশ করেছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মৃতব্যক্তিকে কবরে রাখার সময়ও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ছোট্ট পড়তেন। হাদিসে পাকে এসেছে, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কবরে কোনো লাশ (মৃতব্যক্তিকে) রাখতেন, তখন বলতেন-
অর্থ : আল্লাহর নামে, আল্লাহর হুকুমে এবং আল্লাহর রাসুলের ধর্মের (মতাদর্শের) ওপর।’
অন্য বর্ণনায় এসেছে- ‘ওয়া আলা সুন্নাতি রাসুলিল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর রাসুলের সুন্নাতের ওপর।’(মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ ও মিশকাত)
হাদিসের শিক্ষা অনুযায়ী মুসলিম উম্মাহর উচিত কবরে লাশ রাখার সময় মৃতব্যক্তির জন্য আল্লাহর দরবারে এ দোয়া বা আবেদন করা।
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দাফনের সময় প্রিয়নবির শেখানো মৃতব্যক্তিকে কবরের রাখার দোয়াটি পড়ার এবং মৃতব্যক্তির নাজাতের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
No comments