দুনিয়া ও পরকালের কল্যাণে যে দোয়া পড়বেন

দুনিয়া পরকালের সুস্থতা কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। সফলতা লাভে কুরআন-সুন্নাহর বিধি-বিধান পালনের বিকল্প নেই।

দৈনন্দিন জীবনে সুস্থতা কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমণ্ডিত হবে।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করে; তাদের সুস্থতা কল্যাণের জন্য রয়েছে একটি দোয়া। যা নিয়মিত পাঠ করলে সে দুনিয়া পরকালের কল্যাণ সুস্থতা লাভ করবে-

اَللَّهُمَّ اِنَّا نَسْأَلُكَ الْعَفْوَ وَ الْعَافِيَةَ وَالْمُعَافَةَ الدَّائِمَةَ فِىْ الدُّنْيَا وَ الْاَخِرَةِ -

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দায়িমাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাতি।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়া আখেরাতে সর্বদা সুস্থতা কল্যাণ দান করুন।’ (কানযুল উম্মাল)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া পরকালের কল্যাণে উল্লেখিত দোয়া পড়ার পাশাপাশি কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তাওফিক দানকরুন। আমিন।

দুনিয়া ও পরকালের সম্পদ সংগ্রহের দোয়া ও আমল

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.