যে আমলে পাপী ব্যক্তির শেষ পরিণতিও ভালো হয়

আল্লাহ তাআলার গুণবাচক নামের রয়েছে অসংখ্য ফজিলতপূর্ণ আমল। এসব আমল যথাযথ পালন করলে দুনিয়া পরকালের অনেক উপকার ফজিলত অর্জিত হয়।

হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَخِرُ) ‘আল-আখিরুএকটি। গুণবাচক নামের তাসবিহ বা আমল একজন পাপী ব্যক্তিকে ভালো পরিণতির দিকে ধাবিত করে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْاَخِرُ) ‘আল-আখিরু’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-আখিরু
অর্থ : ‘সব কিছুর শেষেও যিনি থাকবেন।

ফজিলত
>> যে ব্যক্তি পাপ-করতে করতে জীবনের শেষ বয়সে এসে উপনীত হয়েছে সে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْاَخِرُ) ‘আল-আখিরু’-এর তাসবিহ সর্বক্ষণ পড়তে থাকে; আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির শেষ পরিণতি ভালোই হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ছোট্ট আমলটি করার মাধ্যমে জীবন সায়াহ্নে ভালো পরিণতি লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.