পায়খানা থেকে বের হওয়ার দো‘আ

পায়খানা থেকে বের হওয়ার দো

 «غُفْرَانَكَ».

(গুফরা-নাকা)

১১- আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।[1]

[1] হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারই উদ্ধৃত করেছেন; তবে নাসাঈ তার আমালুল ইয়াওমি ওয়াললাইলাহ গ্রন্থে (নং ৭৯) তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৩০; তিরমিযী, নং ; ইবন মাজাহ্, নং ৩০০। আর শাইখ আলবানী সহীহ সুনান আবি দাউদে /১৯ একে সহীহ বলেছেন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.