ঘর-বাড়ি নিরাপদ রাখার আমল

আল্লাহ তাআলা মানুষকে তাঁর আমল নিয়ত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন। সব আমলের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের রয়েছে ফজিলতপূর্ণ আমল।

হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَالِىْ) ‘আল-ওয়ালিএকটি। গুণবাচক নামের তাসবিহ বা আমলে বিপদাপদ থেকে ঘর-বাড়ি রক্ষা পায় এবং আনুগত্য লাভ হয়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْوَالِىْ)আল-ওয়ালি’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-ওয়ালি
অর্থ : ‘অভিভাবক বা মুরব্বি।

ফজিলত
>> কোনো ব্যক্তি ঘর-বাড়ি বিপদাপদ থেকে নিরাপদ রাখার ইচ্ছা করলে সে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْوَالِىْ) আল-ওয়ালি’-এর তাসবিহ বার পাঠ করবে; কারো কারো মতে, যে ব্যক্তি পানির পাত্র উক্ত মোবারক নাম লিখে তাতে পানি ঢেলে পানি ভর্তি পাত্রকে দেয়াল বা ঘরের দিকে নিক্ষেপ করেল ওই ঘর নিরাপদ থাকে।

>> কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْوَالِىْ) আল-ওয়ালি’-এর তাসবিহ ১১ বার পাঠ করে আর মনে মনে কাউকে অনুগত করার ইচ্ছা পোষণ করে; তবে সে তার অনুগত হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া পরকালের কল্যাণ লাভে ছোট্ট আমলটি করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.