মৃত্যুর আগে যে ৭ প্রস্তুতি গ্রহণ করা জরুরি ভিডিও সহ

মৃত্যু আসবেই। এটা এক অবধারিত বিষয়। কেউ তা থেকে পলায়ন করতে পারবে না। এমনকি কার মৃত্যু কখন হবে, কোথায় হবে কথাও কেউ জানে না। মৃত্যুর বিষয়টি শুধু আল্লাহই জানেন। তাইতো তিনি বলেন-

وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ

কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।' (সুরা লোকমান: আয়াত ৩৪)

কারণেই মুমিন মুসলমানের উচিত, মৃত্যুর আগে ৭টি প্রস্তুতি গ্রহণ করা। যাতে মৃত্যুর সময় কিংবা মৃত্যু পরবর্তী সময়ে কাজে লাগে। সেগুলো হলো-

. ঈমানকে বিশুদ্ধ করা

مَنۡ عَمِلَ صَالِحًا مِّنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی وَ هُوَ مُؤۡمِنٌ فَلَنُحۡیِیَنَّهٗ حَیٰوۃً طَیِّبَۃً ۚ وَ لَنَجۡزِیَنَّهُمۡ اَجۡرَهُمۡ بِاَحۡسَنِ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ

যদি কোনো পুরুষ বা নারী ভালো কাজ করে এবং সে ঈমানদার হয়, আমি অবশ্যই তাদেরকে (দুনিয়াতে) পবিত্র জীবন দিয়ে জীবিত রাখবো এবং (আখেরাতে) তাদের ভালো কাজের সর্বোত্তম পুরষ্কার দেব।’ (সুরা সুরা নহল: আয়াত ৯৭)

. নেক আমল দিয়ে জীবনকে সাজানো

মুমিন বান্দা যে কাজে নিজের জীবন অতিবাহিত করবে, সে কাজের ওপরই তার মৃত্যু হবে। যদি কেউ কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করে তবে তার মৃত্যুও কোরআন-সুন্নাহর আলোকে হবে। কারণেই দুনিয়ার জীবনে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নেক আমলে জীবন সাজানো জরুরি।

. তওবা করতে থাকা

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একই মজলিশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসতেগফার একশত বার গণনা করতাম। তিনি বলতেন-

رَبِّ اغْفِرْلِىْ وَتُبْ عَلَىَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ

উচ্চারণ: ‘রাব্বিগফিরলিওয়া তুব আলাইয়্যাইন্নাকা আংতাত তাওয়াবুল গাফুর।

অর্থ: ‘হে পরওয়াদেগার! তুমি আমাকে মাফ কর এবং আমার তাওবা কবুল কর। কেননা তুমি হলে তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী। (মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ মিশকাত)

বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবচেয়ে বুদ্ধিমান লোক কে ? তিনি বললেনযে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। (ইবনে মাজাহ)

. অসিয়ত লিখে রাখা

মৃত্যুর আগে নিজের সম্পদের সুষম বণ্টনের অসিয়ত লিখে রেখে যাওয়া জরুরি। যাতে তার মৃত্যুর পর ওয়ারিশ পাড়া-প্রতিবেশিরা তার রেখে যাওয়া সম্পদ তারই লিখে রেখে যাওয়া অসিয়ত অনুযায়ী বণ্টন করতে পারে।

. ঈমানের ওপর অটল থাকার দোয়া করা

ঈমানের উপর অটল থাকতে নির্জনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যাতে দুনিয়ার জীবনের সার্বিক কল্যাণ পরকালের অন্তিম মুহূর্তে ঈমান প্রশান্তির মৃত্যু নসিব হয়। তাই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করা। বেশি বেশি দোয়াগুলো করা-

> اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

উচ্চারণ: ‘ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন।

অর্থ: ‘আমাদের সহজ সরল পথের হেদায়েত দিন। যে পথে চলা লোকদের ওপর আপনি নেয়ামত দান করেছেন। অভিশপ্ত গোমরাহির পথ থেকে বিরত রাখেন।

> رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ: ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।

> رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

উচ্চারণ : ‘রাব্বানা লা তুযেগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আংতাল ওয়াহহাব।

. এই কাজগুলো বেশি করা-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল নেক কাজের সওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে, তাহলো-

. ইলম বা জ্ঞান: যা সে শিখেছে এবং প্রচার করেছে;

. নেক সন্তান: যাকে সে দুনিয়ায় রেখে গেছে;

. কোরআন: যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে;

. মাসজিদ: যা সে নির্মাণ করে গেছে;

. মুসাফিরখানা: যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে;

. কূপ বা ঝর্ণা: যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং

. দান-খয়রাত: যা সুস্থ জীবিতাবস্থায় তার ধন- সম্পদ থেকে দান করে গেছে।

মৃত্যুর পরও এসব নেক কাজের সাওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।’ (ইবনু মাজাহ, ইবনু খুজায়মা, মিশকাত)

ছাড়াও জীবিত অবস্থায় মৃতব্যক্তিদের জন্য দান-সাদকা করা, হজ করা, ওমরা করা, রোজা রাখা কোরবানি করা আবশ্যক ইবাদত-বন্দেগি। তাই সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। এমনকি কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে, তার মৃত্যু আসন্ন তবে তাদের উচিত আল্লাহর ইবাদতে নিয়োজিত করা। পরকালের অন্ততকালের কথা স্মরণ করে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার প্রস্তুতি নেওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব মুমিন বান্দাকে মৃত্যুর আগে উল্লেখিত অসিয়তগুলো যথাযথভাবে মেনে চলার মাধ্যমে দুনিয়া পরকালের কল্যাণ পাওয়ার তাওফিক দান করুন। আমিন। সর্বশেষ আপডেট পেতে google news আমাদের ফলো করুন https://news.google.com/publications/CAAqBwgKMN_Czwswjt7mAw

আরও পড়ুন-

অজুর পর যে সুন্নাতি আমলে মিলবে পছন্দের জান্নাত

অজুর সময় যেসব দোয়া পড়বেন

অন্তরঙ্গ সম্পর্ক গড়ার কুরআনি আমল ও দোয়া

অশ্লীল আসক্তি থেকে বেঁচে থাকার দোয়া

অসহায়-অক্ষমতায় সাহায্য লাভের ছোট্ট দোয়া

অসুস্থতা বেড়ে গেলে যে দোয়া পড়বেন

আল্লাহর আজাব থেকে বাঁচতে প্রতিদিন যে দোয়া পড়বেন,

আল্লাহর ভালোবাসা পেতে যে দোয়া করতে বলেছেন বিশ্বনবি

আল্লাহর ৯৯ নাম এবং এর ফজিলত

আয়াতুল কুরসি’ তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কি?

ঋণ পরিশোধের পর যে দোয়া করতেন বিশ্বনবি

কঠিন বিপদ ও ক্রান্তিলগ্নে যে দোয়া পড়বেন মুমিন

কুনুতে নাজেলা’ দোয়া-বদদোয়ায় পড়ার নিয়ম

কেউ সহযোগিতা করলে যে দোয়া করবেন

ক্ষমা চাওয়ার ছোট্ট দোয়া

খাবার অপচয়রোধে করণীয় ও বরকতের দোয়া

গোনাহ মাফে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

গোনাহ হলেই সঙ্গে সঙ্গে যে দোয়া পড়বেন

ঘুমাতে গেলে যে কারণে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি

ঘুমানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়

জান্নাতে অনুগ্রহ পাওয়ার দোয়া

জান্নাতে যেতে আলী (রা) এর ৬ উপদেশ

টয়লেটে যাওয়ার আগে-পরে যে কারণে দোয়া পড়া জরুরি

দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে জুমআর দিনের বিশেষ আমল

দোজখের আগুন থেকে বাঁচার ছোট্ট আমল ও দোয়া

দোয়া কবুল ও মুক্তি!

দ্বীন ও ঈমানের ওপর স্থির থাকতে যে দোয়া পড়বেন

নবিজি (সা.) রোগীর মাথার কাছে বসে যে দোয়া পড়তেন

নিঃসন্তান দম্পতি সন্তান পেতে যে আমল করবেন - New!

নিজের ঘর ও সন্তানদের জন্য যে দোয়া করা আবশ্যক

নেক সন্তান পাওয়ার কুরআনি আমল ও দোয়া

পরকালের শাস্তি দুনিয়াতে চাওয়া যাবে কি? - New!

প্রবল ঘূর্ণিঝড় হলে আযান দেয় কেন?

ফেরেশতারা যে সহজ শর্তে মানুষের জন্য ক্ষমা চায়

বিজয় উদযাপনের সুন্নাতি আমল

বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

বিশ্বনবি যাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন

বিশ্বনবির সব দোয়ার সমষ্টি যে দোয়া

ব্যথায় যেসব দোয়ার আমল করতে বলেছেন বিশ্বনবি

ভুল কথা বার্তার গুনাহ থেকে ক্ষমার দোয়া

ভূমিকম্পসহ বড় বড় দুর্যোগে যেসব দোয়া পড়বেন

মনের আশা পূরণে ‘ইসমে আজম’-এর আমল

মুমূর্ষু ব্যক্তির জন্য যে দোয়া পড়বেন

মুমূর্ষু ব্যক্তির পাশে স্বজনদের কালেমা পড়ার নিয়ম

মুহাম্মাদ (সা.)-এর শাফাআত পাওয়ার ৩ উপায়

মৃতদের স্মরণে আবেগঘন দোয়া

মৃত্যুর আগে যে ৭ প্রস্তুতি গ্রহণ করা জরুরি ভিডিও সহ - New!

মৃত্যুর পর অমুসলিমের জন্য দোয়া করা যাবে কি?

যখন দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়

যখনই বিপদ-অশান্তিতে পড়বেন তখনই এই ৩ আমল করবেন

যাদের ‘কিছুই মনে থাকে না’ তাদের জন্য ৯ করণীয়

যে আমলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন

যে আমলে শত্রুর মনে ভয় সৃষ্টি হয়

যে ছোট্ট দোয়ায় অগণিত সাওয়াব পাবেন মুমিন

যে জিকিরে রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ

যে দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন আল্লাহ

যে নারীকে বিয়ে করার উপদেশ দিয়েছেন বিশ্বনবি

যে পাঁচ আমলে বাড়বে সম্পদ ও সম্মান - New!

যে ব্যক্তি দোয়া করলে কবুল হতে দেরি হয় না

যে সহজ ৪ আমলে মুক্তি পাবে নারী

যে ৩ গুণের মানুষের জন্য জাহান্নাম হারাম - New!

যে ৪ কাজ মুমিনের মর্যাদা বাড়িয়ে দেয়

যেসব আমল রমজানের পরও জারি থাকা আবশ্যক

যেসব আমলে বাড়ে মুমিনের মর্যাদা

যেসব কাজ করলে দোয়া কবুল হয় না

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা (আ.)

রোগ-বিপদ মুক্তি ও সন্তান লাভের কার্যকর দোয়া

রোজা ও নামাজ কবুলের দোয়া

শাওয়াল মাসের আমল ও ছয় রোজার ফজিলত

শাওয়ালের ৬ রোজার ফজিলত

শিরকের ভয়াবহ গোনাহ থেকে মুক্তির উপায়

শেষ জীবন ও আমল ভালো হওয়ার দোয়া

শয়তান যেভাবে মানুষের ৫টি আমল ধ্বংস করে দেয়

শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আল্লাহর সতর্কবার্তা

সকালবেলা নিয়মিত যে দোয়া পড়তেন বিশ্বনবি

সঙ্কট-শঙ্কা থেকে মুক্তি পেতে করণীয় ও দোয়া

সচ্ছল ও শান্তিপূর্ণ জীবনযাপনের দোয়া - New!

সন্তানের জন্য পিতা-মাতার দু'আ [ সূরা বাকারা আয়াত ১২৮

সব প্রয়োজন ও আশা পূরণে যে দোয়া পড়বেন

সর্বোত্তম জীবিকা ও উপার্জন কী? - New!

সহজ হিসাব ও জান্নাত পেতে ৩টি গুণের কথা বলেছেন বিশ্বনবি

সাকিনাহ’ কী? তা পাওয়ার উপায় ও দোয়া,

সাধারণ দিনগুলোর যে ৫ সময় দোয়া কবুল হয়

সাহায্য লাভে যেভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবি

সুখ-শান্তিময় জীবন কাটানোর আমল ও দোয়া

সুন্দর জীবন ও সঠিক কাজ চেয়ে আল্লাহর কাছে দোয়া

সুস্থতা ও ঈমানি মৃত্যু লাভের দোয়া

সেজদায় কুরআনে উল্লেখিত দোয়ার আয়াতগুলো পড়া যাবে কি?

সেজদায় যে ৪ দোয়া খুবই উপকারী

হতাশা থেকে দূরে থাকার উপায় ও দোয়া

৪০ দিনের আমলেই জাহান্নাম থেকে মুক্তি

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.