নবিজি (সা.) রোগীর মাথার কাছে বসে যে দোয়া পড়তেন
কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্বসমূহের একটি। রোগীর জন্য দোয়া করা তার সুস্থতার কারণ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোগীকে দেখতে যেতেন এবং তার জন্য দোয়া করতেন। আর তাতে রোগী সুস্থ হয়ে যেতেন। হাদিসে পাকে এসেছে-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তার শিয়রে (মাথার পাশে) বসতেন তারপর ৭ বার বলতেন-
أَسْأَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَن
يَشْفِيَكَ
উচ্চারণ : 'আসআলুল্লাহাল আজিমা রাব্বাল আরশিল আজিমি আই-ইয়াশফিয়াকা।'
অর্থ : 'আমি মহান আরশের মালিক আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য প্রার্থনা করছি।'
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি তার মৃত্যু নির্ধারিত হয়ে না থাকে তবে সে অবশ্যই সুস্থ হয়ে যাবে।' (তিরমিজি ২০৮৩, আবু দাউদ ৩১০৬, মিশকাত ১৫৫৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণে রোগীর পাশে বসে উল্লেখিত দোয়াটি করার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87%20%E0%A6%AF%E0%A7%87%20%E0%A6%A6%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8.jpg)


No comments