কেউ সহযোগিতা করলে যে দোয়া করবেন
কেউ উপকার বা সহযোগিতা করলেই অনেকে বলে থাকেন- ধন্যবাদ; থ্যাংকস ইত্যাদি। কিন্তু কেউ উপকার বা সহযোগিতা করলে কী বলতে হবে- এ সম্পর্কে রয়েছে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা। হাদিসের সেই নির্দেশনাই বা কী?
সমাজ জীবনে চলতে গেলে একে অপরের উপকার করে। কেউ কারও কোনো উপকার করলে উপকারকারী বা সহযোগিতাকারীর জন্য কল্যাণ কামনায় দোয়া করার কথা বলেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-
হজরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে এই দোয়া করে-
جَزَاكَ اللَّهُ خَيْرًا
উচ্চারণ : ঝাযাকাল্লাহু খাইরান। (তিরমিজি)
অর্থ : ‘আল্লাহ তাআলা আপনাকে (সহযোগিতার) উত্তম প্রতিদান বা বদলা দান করুন।’
তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা (দোয়া) করল।’ (তিরমিজি)
সুতরাং চলা-ফেরা, ওঠা-বসা, ব্যবসা-বাণিজ্য তথা মানুষের সার্বিক কাজে একে অপরকে কোনো বিষয়ে সহযোগিতা বা উপকার করলে ছোট্ট ও সহজ এ দোয়াটি করা। ধন্যবাদ বা থ্যাংকস শব্দ ব্যবহারের পরিবর্তে ছোট্ট এ দোয়াটি করা। আর তাতে যেমন সুন্নাতের ওপর আমল হবে আবার সাওয়াব ও স্থির হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের উপকার বা সহযোগিতায় ছোট্ট এ দোয়াটি করার তাওফিক দান করুন। আমিন।
No comments