যে আমলে শত্রুর মনে ভয় সৃষ্টি হয়
যারা সৎ পথে চলেন, আল্লাহকে ভালোবাসেন, সাধারণ মানুষের তুলনায় এসব আল্লাহওয়ালা মানুষের শত্রু কিছুটা বেশি। জিন এবং শয়তানের আক্রমণও তাদের ওপর বেশি হয়। তাই জিন, শয়তান ও মানুষ শত্রুর মোকাবেলায় সুন্নাহ নির্দেশিত দোয়া ও আমলের বিকল্প নেই।
মহান আল্লাহ তাআলাই তাঁর প্রিয় বান্দাকে বিভিন্ন অনিষ্টতা ও ক্ষতি থেকে রক্ষা করে থাকেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া ও আমল শিখিয়েছেন। যে দোয়ার আমলে মানুষ, জিন ও শয়তান শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকা যায়। শত্রুর মনে ভয় সৃষ্টি হয়। হাদিসে পাকে এসেছে-
১. হজরত ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (খন্দকের যুদ্ধে) শত্রু বাহিনীর উপর বদ দোয়া করেছেন (এভাবে)-
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ
الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
উচ্চারণ: আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি; সারিআল হিসাবি; আহযিমিল আহযাবি; আহযিমহুম ওয়া যালযিলহুম।’
অর্থ:‘হে আল্লাহ! হে কিতাব নাজিলকারী! হে তড়িৎ হিসাব গ্রহণকারী! আপনি শত্রু বাহিনীকে পরাস্ত করুন। তাদের পরাস্ত করুন এবং তাদের প্রকম্পিত করে দিন।’ (বুখারি ৬৩৯২)
২. হাদিসের বিখ্যাত গ্রন্থ তাবারানিতে একটি ছোট দোয়ার কথা বর্ণিত হয়েছে। যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা শত্রুর মনে ভয় সৃষ্টি করে দেবেন। দোয়াটি হলো-
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ
الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ
وَزَلْزِلْهُمْ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি, সারিয়াল হিসাবি; মুজরিয়াস সাহাবি, হাযিমাল আহযাবি; আহযিমহুম ওয়া যালযিলহুম।’
অর্থ: ‘হে আল্লাহ! কোরআন অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহতকারী। তাদের দমন ও পরাজিত করুন। তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দিন।’ (তাবারানি ৯৮৯)
৩. এর মধ্যে একটি দোয়া এমন আছে, যার ওপর আমল করলে গোত্রের বা দলের শত্রুতা কেটে যাবে। হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো গোত্র বা লোকদের (কোনো দলের) ব্যাপারে ভয় পেলে এই দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ
وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্না নাঝআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।’
অর্থ : হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৩৭)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, নিয়মিত হাদিসের উপর আমল করা। হাদিসে বর্ণিত নবিজির শেখানো দোয়াগুলো নিয়মিত পড়া। শত্রুর আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর আমল করে শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। কাছের-দূরের মানুষ, জিন ও শয়তানের অনিষ্টতা হেফাজত করুন। আমিন।
No comments