ভালো কাজের শুরু ও শেষে যা পড়বেন

দোয়া হলো ইবাদত। কারণেই প্রতিটি কাজের শুরুতে আল্লাহর প্রশংসা দোয়া করা আবশ্যক। আর প্রতিটি কাজের শুরুতেই প্রিয়নবি থেকে দোয়ার নির্দেশ রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালো কাজের আগে পরে নিজে তাসবিহ পড়েছেন এবং পড়ার নির্দেশ দিয়েছেন।s

হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

>> ‘খাওয়া-দাওয়াসহ সব ধরনের ভালো কাজ শুরু করার আগে (بِسْمِ اللهِ) ‘বিসমিল্লাহি বা আল্লাহর নামে শুরু করছিবলা।‘ (বুখারি, মুসলিম, মিশকাত)

>> ‘ভালো কাজ শেষ করার পর (اَلْحَمْدُ للهِ) ‘আলহামদুলিল্লাহ বা সব প্রশংসা আল্লাহর জন্যবলা।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিটি ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করার এবং শেষ করার পর আলহামদুল্লিাহ বলে তাঁর শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.