পাপ থেকে ক্ষমা লাভের ছোট্ট আমল

আল্লাহ তাআলার গুণবাচক নামের অনেক ফজিলত উপকারিত রয়েছে। নামসমূহের আমলে চরম অপরাধীও তার অপরাধ তথা পাপ থেকে ক্ষমা লাভ করে। পাপ থেকে ক্ষমা লাভে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-ফুউ’-এর আমল করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْعَفُوُّ) ‘আল-ফুউএকটি। গুণবাচক নামের আমলে আল্লাহ তাআলা চরম অপরাধীকেও ক্ষমা করে দেন।

আল্লাহর গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-ফুউ’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-ফউ

অর্থ : ‘পাপসমূহ ক্ষমা বা মোচনকারী

ফজিলত আমল

যে ব্যক্তি জীবনভর অত্যাধিক পাপ কাজে নিমজ্জিত ছিল; সে যদি আল্লাহ তাআলা গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-ফুউনিয়মিত পাঠ করে; তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর প্রতিটি গুণবাচক নামের আমল করার তাওফিক দান করুন। পাপ থেকে মুক্তি লাভে ছোট্ট আমলটি নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.