যে আমলে ধন-সম্পদে বরকত পাবে মুমিন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মর্যাদা দেয়ার কথা বলেছেন। এরমধ্যে একটি হলো অভাবের আগে স্বচ্ছলতাকে মর্যাদা দেয়া।

যাদের ধন-সম্পদ আছে তার যথাযথ ব্যবহার করা। অন্যায় পথে তা ব্যয় না করা। নেসাব পরিমাণ সম্পদ থাকলে তা পবিত্রতা বরকতের জন্য জাকাত দেয়াসহ গরিব-অসহায়দের মাঝে দান-সাদকা করা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদে বরকত লাভের নিয়মিত আমলের কথা বলেছেন। যে আমলে ধন-সম্পদে বরকত লাভ করবে মানুষ। হাদিসে এসেছে-

যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ করবে, তার সম্পদের হেফাজত থাকবে এবং সম্পদে বরকত লাভ হবে। আর তাহলো-
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিমিনা ওয়াল মুসলিমাতি।
অর্থ : হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর তোমার বান্দা রাসুল মুহাম্মদের উপর, এবং সব মুমিন নর-নারী মুসলমান নর-নারীর উপর।

দরূদের আরও ফজিলত হলো-
যে ব্যক্তি তার সম্পদের বরকত পাওয়ার আগ্রহী, সে যেন রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদটি পড়ে। আর কোনো মুসলমানের কাছে যদি সদকা করার মতো কোনো সম্পদ না থাকে তাহলে সে যেন (দোয়ার মাঝে) দরূদ শরিফটি বেশি বেশি পড়ে। এটা তার জন্য জাকাতসরূপ হবে। অর্থাৎ দরূদে তার সম্পদে বরকত হবে এবং তা পবিত্র হবে।’ (মুসতাদরেকে হাকেম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দরূদ শরিফ পড়ার মাধ্যমে সম্পদে বরকত লাভের পাশাপাশি অসহায় মানুষকে সাদকা জাকাত দেয়ার সাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.