পরিধানের কাপড় পরিবর্তনের সময় যে দোয়া পড়বেন

মানুষ প্রয়োজনের তাগিদে নিজের পরিধেয় ইত্যাদি পোশাক খোলে বা পরিবর্তন করে। সে সময় শয়তান যেন মানুষের কোনো অমঙ্গল করতে না পারে বা মানুষের গোপনাঙ্গের দিকে কুদৃষ্টি না দেয়া বা না তাকায়; সে জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, প্রার্থণা করা বা আল্লাহর তাসবিহ পড়া উত্তম।

পরিধেয় কাপড়-চোপড় পরিবর্তন করার সময় ছোট্ট একটি তাসিবহ পড়লে শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত থাকা যায়। আর তাহলো-

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লাহু
অর্থ : আল্লাহর নামে (পরিধেয় বস্ত্র পরিবর্তন করছি) যিনি ব্যতিত (ইবাদতের উপযুক্ত) কেউ নেই।

হাদিস গ্রন্থ তিরমিজিতে হজরত আলি ইবনে আবি তালিব থেকে বর্ণিত হাদিসে শুধু (بِسْمِ الله) ‘বিসমিল্লাহপড়ার কথা উল্লেখ করা হয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রয়োজনীয় পরিধেয় কাপড়-চোপড়, জুতা-সেন্ডেল ইত্যাদি খোলা বা পরিবর্তনের সময় ছোট্ট দোয়াটি পড়ার মাধমে তাঁর কাছে আশ্রয় সাহায্য চাওয়ার তাওফিক দান করুন। শয়তানের কুদৃষ্টি খারাবি থেকে হেফাজত রাখুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.