সূর্যোদয়ের সময় যে দোয়া পড়বেন
আল্লাহ তাআলাকে স্মরণ করার অন্যতম মাধ্যম হলো দোয়া। দোয়ার মাধ্যমেই মানুষ বিভিন্ন বিষয়ে তাঁর কাছে ধরনা দিয়ে থাকে। দুনিয়া ও পরকালের যত চাওয়া-পাওয়া আছে, এ সবের আবেদন-ই দোয়া।
প্রতিটি মানুষের উচিত দিনের শুরুতে আল্লাহর প্রশংসার দ্বারা তাঁর রহমত আশা ও ক্ষমা প্রার্থনা করা। কিতাবুল আজকার'-এ দিনের শুরুতে সূর্য ওঠার সময় পড়ার একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যা তুলে ধরা হলো-
উচ্চারণ : আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালানা
হাজাল
ইয়ামা
ওয়া
আক্বালানা
ফিহি
আ'ছারাতিনা।'
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য; যিনি আমাদেরকে এ দিন দান করেছেন এবং আজ আমাদেরকে ক্ষমা করেছেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিনের শুরুতে তাঁর প্রশংসা ও শোকরিয়া আদায় করার তাওফিক দান করুন।
No comments