অবাধ্য সন্তানকে অনুগত করার আমল

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে। গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ফজিলত রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلشَّهِيْدُ) ‘আশ-শাহিদুএকটি। পবিত্র নামের আমলে অবাধ্য সন্তান অনুগত হয়ে যায়।

আল্লাহর গুণবাচক নাম (اَلشَّهِيْدُ) ‘আশ-শাহিদু’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আশ-শাহিদু
অর্থ : ‘প্রত্যক্ষকারী; প্রকাশ্য-অপ্রকাশ্য সব বিষয়ে যিনি অবহিত

আল্লাহরগুণবাচক নাম (اَلْبَاعِثُ)-এর আমল

ফজিলত
>>
যদি কোনো ব্যক্তির সন্তান ছেলে হোক আর মেয়ে হোক পিতামাতার অবাধ্য বা অসৎ হয়ে যায়; তবে সে (পিতামাতা) যেন নিজের হাত সন্তানের কপালে রেখে এবং সন্তানের মুখমণ্ডলকে আসমানের দিকে ফিরিয়ে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلشَّهِيْدُ) ‘আশ-শাহিদু২১ বার পাঠ করে।

আল্লাহর ইচ্ছায় ওই অবাধ্য বা অসৎ সন্তান (ছেলে হোক আর মেয়ে) সে সৎ আনুগত্যশীল হয়ে যাবে।

পরিশেষে...
যারা ছেলে বা মেয়ের অবাধ্যতায় দুশ্চিন্তা বা পেরেশানিতে পড়ে যায়; তাদের জন্য ছোট্ট আমলটি অনেক গুরুত্বপূর্ণ।

No comments

Powered by Blogger.