সচ্ছলতার জন্য যে দোয়া পড়তে বলেছেন নবিজি (সা.)

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে পাঁচটি অবস্থার আগে পাঁচটি অবস্থাকে মর্যাদা দিতে বলেছেন। তন্মধ্যে একটি হচ্ছে অস্বচ্ছলতার আগে স্বচ্ছলতাকে। একান্তই যদি কেউ ঋণগ্রস্ত বা অস্বচ্ছলতায় পতিত হয়। সেক্ষেত্রে করণীয় কি তা- হাদিসে উল্লেখ করেছেন। ছোট্ট একটি দোয়ায় অবস্থা থেকে মিলবে মুক্তি-

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনি বিহালা-লিকা হারা-মিকা ওয়া আগনিনি বিফাদলিকা ম্মান সিওয়া-কা।

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে হালাল পথে পরিমাণ রিজিক দান করযা আমার জন্য যথেষ্ট হয় আর হারাম রোজগার যাতে প্রয়োজন না হয়। এবং আমাকে সচ্ছল করে দাও তোমার অনুগ্রহের দ্বারাযাতে তুমি ছাা অন্য কারো প্রতি নির্ভর করতে না হয়। (তিরমিজিমুসনাদে আহমাদ)

উৎস : হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণ বা দেনার চাপে থাকে এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তবে আল্লাহ তাআলা তা পরিশোধ করার সামর্থ্য দেবেন। (মুসনাদে আহমাদ, তিরমিজি)

আল্লাহ তাআলার মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর স্বচ্ছলতা লাভের জন্য এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.