যে আমলে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয়
হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের জিকির-আজকার, তাসবিহ-তাহলিলের ফজিলত বর্ণনা করেছেন। এগুলোর নিয়মিত আমলে জান্নাত লাভের ঘোষণাও দিয়েছেন তিনি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْقَادِرُ) ‘আল-ক্বাদেরু’ একটি।
এ গুণবাচক নামের আমেল যাবতীয় শত্রুতা ও সমস্যাগ্রস্ত কাজে সমাধান সহজ হয়ে যায়।
আল্লাহর গুণবাচক নাম (اَلْقَادِرُ) ‘আল-ক্বাদেরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-ক্বাদেরু’
অর্থ : ‘মহাক্ষমতাবান’।
আল্লাহ
তাআলা
তাঁর
ক্ষমতার
কথা
উল্লেখ
করে
বলেন,
‘তিনি
এমনই
ক্ষমতাবান
বা
শক্তিমান
যে,
তোমাদের
উপর
দিক
থেকে
অথবা
পদতল
থেকে
তোমাদের
ওপর
শাস্তি
প্রেরণ
করবেন।
(সুরা
আল-আনআম
: আয়াত
৬৫)
ফজিলত
>> যে ব্যক্তি অজুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম (اَلْقَادِرُ) ‘আল-ক্বাদেরু’ পাঠ করবে ওই ব্যক্তি কখনো কোনো শত্রুর হাতে পাকড়াও বা লাঞ্ছিত হবে না। এমনকি কোনো শত্রু তার ওপর বিজয় লাভ করতে পারবে না।
>> আর কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়ে অথবা কঠিন সমস্যায় পড়ে তবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْقَادِرُ) ‘আল-ক্বাদেরু’ ৪১ বার পাঠ করলে সে বিপদ বা কঠিন সুন্দরভাবে সুসম্পন্ন হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে তাঁর গুনবাচক নাম (اَلْقَادِرُ) ‘আল-ক্বাদেরু’-এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।
No comments