প্রিয়নবির ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া

জিকির এবং দোয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত। আর জিকির এবং দোয়া মধ্যেও রয়েছে পার্থক্য। হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির দোয়া তুলে ধরেছেন।

হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘সর্বশ্রেষ্ঠ জিকির হলোলা ইলাহা ইল্লাল্লাহ’; আর শ্রেষ্ঠ দোয়া হলোআল-হামদুলিল্লাহ’ (তিরমিজি, ইবনে মাজাহ মিশকাত)

শ্রেষ্ঠ জিকিরলা ইলাহা ইল্লাল্লাহ

তাওহিদের স্বীকৃতি বাণীকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে সাব্যস্ত করার কারণ হলো- বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না। আর জিকিরই হলো ইসলাম ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম।

শ্রেষ্ঠ দোয়াআল-হামদুলিল্লাহ

এটি শ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো- শব্দদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসাহাম্ শোকরনিহিত রয়েছে। মানুষ নিয়ামত বরকতের কৃতজ্ঞতাস্বরূপ শব্দদ্বয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আল্লাহ বলেন- ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি নেয়ামত বাড়িয়ে দেব।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষিত সর্বশ্রেষ্ঠ জিকির দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির দোয়া করে তাঁর আনুগত্য নেকট্য লাভ করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.