ডায়বেটিস হলে যে দোয়া পড়বেন

ডায়বেটিস অনেক বিপদজ্জনক রোগ। যদি শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপন করা না যায় তবে রোগের ভয়াবহতা অনেক মারাত্মক। এতে শারীরিক অন্যান্য বড় বড় রোগ হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয় মানুষ। তাই রোগ থেকে নিরাপদ থাকতে শৃঙ্খল নিয়মতান্ত্রিক জীবন-যাপনের বিকল্প নেই্।

যদি কারো ডায়বেটিস রোগ হয় তবে তাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপন করতে হবে। নিয়মানুযায়ী শারীরিক ব্যায়ম নির্দিষ্ট সময় পর পর পরিমাণ মতো খাবার গ্রহণ করতে হবে।

রোগ থেকে মুক্ত থাকতে রয়েছে কুরআনি আমল। সুতরাং ডায়বেটিকে আক্রান্ত ব্যক্তির উচিত কুরআনি আমল করা। আর তাহলো-

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুকরাঝা সিদকিও ওয়াঝআললি মিল্লাদুংকা সুলত্বানান নাসিরা।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৮০)

আমল
যদি কোনো ব্যক্তির ডায়বেটিস রোগ হয় তবে সে ব্যক্তি উল্লেখিত আয়াতটি প্রতিদিন ৪১বার পাঠ করবে।

তাছাড়াও যারা মানসিক চাপ, বিষন্নতা বিভিন্ন কষ্ট ভোগ করেন, তারাও দোয়াটি প্রতিদিন করে পড়তে পারেন। আশা করা যায়, এতে তার উল্লেখিত রোগ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিভিন্ন রোগ মুক্তিতে কুরআনি আমল করার তাওফিক দান করুন। উল্লেখিত দোয়া পাঠের মাধ্যমে ডায়বেটিক, মানসিক চাপ বিষন্নতা বিভিন্ন কষ্ট থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.