মজলিসে পড়ার দো‘আ Doa for reading in the assembly

মজলিসে পড়ার দো

ইবন উমার রাদিয়াল্লাহুআনহুমা বলেন, গণনা করে দেখা যেত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠক থেকে উঠে যাবার পূর্বে শতবার এই দো পড়তেনঃ

195- «رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الغَفُورُ».

(রব্বিগফির লী ওয়াতুব আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুল গাফূর)

১৯৫- হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তওবা কবুলকারী ক্ষমাশীল।[1]

[1] তিরমিযী, নং ৩৪৩৪; ইবন মাজাহ, নং ৩৮১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, /১৫৩; সহীহু ইবনি মাজাহ, /৩২১। আর শব্দটি তিরমিযীর।

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.