জ্বর ও মাথাব্যাথায় যে দোয়া পড়বেন

মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। এর সঙ্গে অনেকেরই মাথা ব্যাথার প্রবণতা দেখা যায়। মাথা ব্যাথা জ্বরে আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি। কেননা জ্বর মাথা ব্যাথার কারণে কোনো মানুষই স্বাভাবিক কোনো কাজ-কর্ম করতে পারে না। কি সাংসারিক কি অফিস-আদালত বা ব্যবসায়িক।

তাই জ্বর মাথা ব্যাথায় আক্রান্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণের পাশাপাশি দ্রুত তা থেকে সুস্থ হতে চেষ্টা করেন। জ্বর মাথা ব্যাথা নিরাময়ে রয়েছে কুরআন-সুন্নাহয় ঘোষিত দোয়া আমল। যা দ্রুত জ্বর মাথা ব্যাথা থেকে আরোগ্য দান করে।

দ্রুত মাথা ব্যাথা মুক্তিতে দোয়া পড়া-
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনযিফুন।'
অর্থ : যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না।' (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)

ইদানিং মানুষের মাঝে ব্যাপকভাবে জ্বরের প্রকোপ বেড়ে গেছে জ্বর মানুষকে নিঃশক্তি দুর্বল করে তোলা। জ্বরের কারণে শরীরে অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। তা থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি হাদিসেও রয়েছে তা থেকে মুক্ত থাকার দোয়া।

জ্বরের সময় পড়ার দোয়া
যে কোনো ধরনের জ্বরে দোয়া পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হাদিসে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বর গলা ব্যাথায় এভাবে প্রার্থনা করতে শিক্ষা দিতেন-
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
উচ্চারণ : 'বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ইরকিন নায়্যার, ওয়া মিন শাররি হাররিন নার।' (মুজামুল কাবির, তাবারানি, তিরমিজি)
অর্থ : মহান আল্লাহর নামে, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই, শিরা-উপশিরায় শয়তানের আক্রমণ থেকে। শরীরের আগুনের উত্তাপের মন্দ প্রভাব থেকে।'

মাথা ব্যাথা এবং জ্বরের সময় যতবার ইচ্ছা দোয়া পড়লে মহান আল্লাহ ওই ব্যক্তিকে জ্বর মাথা ব্যাথা থেকে হেফাজত করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জ্বর মাথা ব্যাথায় যথাযথ চিকিৎসা গ্রহণের পাশাপাশি দ্রুত নিরাময়ে উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। জ্বর মাথা ব্যাথা থেকে মুক্তি দিন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.