প্রচুর ধন সম্পদ লাভের দোয়া

প্রচুর পরিমাণ ধন সম্পদ লাভের জন্য নিচের দোয়া গুলো পাঁচ ওয়াক্ত নামাজের পর কমপক্ষে ২৫ বার করে পড়ুন, আল্লাহ আপনাকে প্রচুর ধন সম্পদ দান করবেন 

৬৫

الواجد

আল-ওয়াজিদ

অফুরন্ত ভান্ডারের অধিকারী

৬৬

الماجد

আল-মাজিদ

শ্রেষ্ঠত্বের অধিকারী

৮৪

مالك الملك

মালিকুল-মুলক

সমগ্র জগতের বাদশাহ্

৮৮

الغني

আল-গণিই'

অমুখাপেক্ষী ধনী

৮৯

المغني

আল-মুগণিই'

পরম-অভাবমোচনকারী


প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’

দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদুএকটি নিরবে নির্জনে আমলটি করলে আল্লাহ তাআলা ধণ-সম্পদ বৃদ্ধি করে দেন

আল্লাহর গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

ফজিলত
>> যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ পাঠ করবে; তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে।
>> যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ পাঠ করবে; সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অসচ্ছল মানুষকে তাঁর গুনবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’-এর ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.