গোনাহ থেকে বেঁচে থাকার উপায়

যে চিন্তা-চেতনা মানুষকে গোনাহের কাজ থেকে বিরত রাখবে তা মেনে চলা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত জরুরি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলা হয় গোনাহের স্বর্গরাজ্য। মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে শিশু-কিশোর-যুবক বৃদ্ধ। খেলার ছলে কিংবা নফসের তাড়নায় অহরহ গোনাহে জড়িয়ে পড়ছে মানুষ। এমন কিছু চিন্তার বিষয় রয়েছে, যা মানুষকে গোনাহের কাজ থেকে বিরত রাখবে। আর তাহলো-

- যে কোনো গোনাহের কাজের সময় মহান আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো ইলেক্ট্রনিক্স মাধ্যমে গোনাহ সংঘটিত হলে এটিকে চোখের খেয়ানত মনে করা জরুরি।

-অনেক মানুষই ভুলে যায় যে, মহান আল্লাহ মানুষের ভালো-মন্দ কাজের হিসাব গ্রহণে তার সঙ্গেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যারা দিন-রাত হিসাব রেকর্ড করছেন। চিন্তা বা ভয় করা যে, কোনো মানুষ একা নয়। মানুষের প্রতিটি কাজের হিসাব রেকর্ড করা হচ্ছে। বিচার দিবসে এসব অপরাধের বর্ণনা মানুষের সামনে প্রকাশ করা হবে।

- কথা চির সত্য যে, মানুষের দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত (সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন) পরকালীন জীবনের সফলতা বা ব্যার্থতার হাতিয়ার। আপনার কাজই আপনাকে প্রতিটি মুহূর্তে হয় জান্নাতের মালিক বানাবে নতুবা জাহান্নামে ঠেলে দেবে। যেখানে মাঝামাঝি বলে কোনো অবস্থান থাকবে না। তাই সময়ের উত্তম ব্যবহার করে পাপ থেকে বিরত থাকতে হবে।

- এমন অনেক মানুষ আছেন, যারা অন্যায় অপরাধ করেও পরিবার কিংবা সমাজের কাছে ভদ্র হতে চান। তাদের কথা ভাবা জরুরি যে, দুনিয়ার মানুষের কাছে ভদ্র না সেজে মহান আল্লাহর কাছে ভদ্র নেককার বান্দা হওয়া জরুরি। তবেই পরকালে মিলবে মুক্তি। দুনিয়ার লজ্জা বা অপমানের ভয়ে নয় বরং আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়ানোর আগে নিজেকে সঠিক পথে পরিচালিত করা আবশ্যক।

- প্রতীকারের চেয়ে প্রতিরোধ ভালো। গোনাহ হয়ে গেলে তা থেকে ক্ষমা চাওয়ার চেয়ে অন্যায় বা গোনাহের কাজ পরিহার করে চলার বিষয়টি কাজে বাস্তবায়ন করা জরুরি। সেক্ষেত্রে দুনিয়ার জীবনে বন্ধু নির্বাচন, যে কোনো বিষয়ে মন্তব্য করা কিংবা মন্দ কাজের দিকে ধাবিত না হওয়াই উত্তম।

- অযথ সময় ব্যয় করা থেকে বিরত থাকা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সময় যত কম ব্যয় করা যায় ততই উত্তম। কোনো কাজ না থাকলে মহান আল্লাহর দেয়া জীবন বিধান আল-কুরআনের তেলাওয়াত, অধ্যয়ন, তাওবাহ-ইসতেগফার, জিকির-আজকার কিংবা ব্যক্তি, পরিবার, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণও গোনাহমুক্ত থাকার উপায়।

- মানুষের কল্যাণের চিন্তায় সময় অতিবাহিত করাই শ্রেয়। সন্দেহযুক্ত কাজ করা থেকে বিরত থাকার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা মেনে চলার প্রতি ধাবিত হওয়া জরুরি।

মানুষের মন সব সময় নিজের অবসরকে শূন্য শূন্য মনে করে, তাই অবসর পেলেই ইবাদত-বন্দেগিতে কিংবা নিজের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে নিজের শূন্যতাকে এড়িয়ে চলা উচিত।

সর্বোপরি সব কাজে সব সময় মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাসের সঙ্গে তাকে ভয় করা। আল্লাহর কাছে দুনিয়ার সব ফেতনা গোনাহের কাজ থেকে বিরত থাকার দোয়া করা জরুরি। আর তাতে বান্দা গোনাহমুক্ত জীবন গঠনে সক্ষম হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। মহান আল্লাহর ইবাদত-বন্দেগিতে নিজেকে নিয়োজিত করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.