কবরের আজাব থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরের প্রশ্নোত্তর থেকে মুক্তি পাবে; তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে।

কবরের আজাব থেকে মুক্তি লাভে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে দোয়া শিখিয়েছেন। আবার নামাজের শেষ বৈঠকে দোয়া- মাসুরা হিসেবেও দোয়াটি পড়া হয়। যা তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাবিল ক্বাবরি; ওয়া মিন জাবি জাহান্নাম; ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল্ মামাতি; ওয়া মিং সাররি ফিতনাতিল্ মাসীহিদ্-দাজ্জাল।

অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে কাবরের আজাব থেকে রক্ষা করো,আমাকে জাহান্নামের আজাব, এবং দুনিয়ার ফিৎনা মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফিৎনা থেকে রক্ষা করো। (বুখারি মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়াটি বেশি বেশি পড়ে কবরের আজাব থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.