অন্যের বিপদ দেখলে নিজের জন্য যে দোয়া করবেন

কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘অতএব তারা ঘরের রবের ইবাদত করে, (ফলে) তিনি তাদেরকে ক্ষুধা থেকে বাঁচিয়ে আহার দেন এবং ভয় থেকে বাঁচিয়ে নিরাপদ রাখেন।’ (সুরা কুরাইশ -)

আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য এবং কর্মের ফল হিসেবে বিপদ-আপদে পতিত করেন। সব অবস্থায় মহান আল্লাহর ইবাদত সাহায্য প্রার্থণা করা জরুরি।

যারা মহান আল্লাহর ইবাদত-বন্দেগি করবে তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রকম একটি দোয়া কথা তুলে ধরেছেন।

তিনি যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছে তখন তিনি তাদের বিপদ-আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন। হাদিসে এসেছে-

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ বিপদগ্রস্ত লোক দেখলে বলবে ( দোয়া পড়বে)-

উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।

অর্থ : সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় ফেলেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন (ভালো রেখেছেন) (তিরমিজি)

দোয়ায় বিপদের সম্মুখীন ব্যক্তির জন্য যেমন দোয়া করা হয়েছে, তেমনি অন্যের বিপদে যেন নিজেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন সে দোয়াও রয়েছে। হাদিসের দোয়াটি প্রত্যেকের জন্য খুবই জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.