সব সময় স্বাভাবিক থাকার দোয়া

বর্তমান সময়ে আমাদের মাঝে একটি জিনিস বা গুণের বড় অভাব। যা কারও মধ্যে সেভাবে নেই বললেই চলে। অথচ যে গুণটির খুবই প্রয়োজন; যা মানুষকে সব সময় স্বাভাবিক অবস্থায় রাখতে সক্ষম। তবে আল্লাহ তাআলা গুণটি নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য দোয়া করতে বলেছেন। সেটি কী?

ছোট্ট একটি গুণ আবার ছোট্ট একটি দোয়া। দুয়ের সম্বন্বয়ে মানুষ সুন্দর স্বাভাবিক থাকতে সক্ষম। সেটি হচ্ছে ধৈর্য্য কিন্তু ধৈর্য্য হচ্ছে মানুষের সব সফলতার মূল। যারা ধৈর্য্য ধারণের আমল করতে চান; নিজেকে সর্বাবস্থায় স্বাভাবিক রাখতে চান, তাদের জন্য ছোট্ট দোয়াটি খুবই কার্যকরী। কোরআনুল কারিমে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তুলে ধরেছেন-

رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমিন।

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। (সুরা আল-আরাফ : আয়াত ১২৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় স্বাভাবিক সুন্দর নিরাপদ থাকার তাওফিক দান করুন। সব সময় সব কাজে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমৃত্যু মুসলিমের ওপর অটল অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.