যে দোয়া পাঠ করলে ৭০ হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে।

মাকাল ইবনে ইয়াসার (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে বারআউযুবিল্লাহিস্সামিউল আলিমি, মিনাশ শাইত¦নির রাজিমপাঠ করার পর সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন

পাঠকারীর জন্য ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন। পাঠকারী সেদিন মারা গেলে শহিদের মর্যাদা দেওয়া হয়। যে ব্যক্তি সন্ধ্যায় সুরা হাশরের শেষ তিন পাঠ করবে, সেও একই মর্যাদা লাভ করবে। অর্থাৎ মাগরিব থেকে পরদিন সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা গুনাহ মাফের জন্য রহমতের দোয়া করে, আর সে রাতে মারা গেলে শহিদর সম্মান পাবে

সূত্র : তিরমিজি হা/২৯২২ কানযুল উম্মাল হা/৩৫৯৭, মুসনাদে আহমাদ হা/ ২০৩০৬, মিশকাতুল মাসাবিহ/ ২১৫৭

সুরা হাশরে শেষ তিন আয়াতের উচ্চারণ :
) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম
) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুব হানাল্লাহি আম্মা ইউশরিকুন
) হু আল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাওরি লাহুল আসমাউল হুসনা। ইউ সাব্বিহু লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ্, ওয়া হুয়াল আজিজুল হাকিম

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.