জুমআর দিনে গোনাহ মাফের বিশেষ আমল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন আমার (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ছোট্ট একটি দরূদ পাঠ করবে; তার জন্য রয়েছে অনেক সাওয়াব সুসংবাদ।

প্রিয়নবির সুসংবাদবাহী ছোট্ট দরূদটি তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া লা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।

বিশেষ আমলের ফজিলত
যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ছোট্ট দরূদটি ৮০ বার পড়বে; ওই ব্যক্তির ৮০ বছরের গোনাহ্ মাফ হয়ে যায় এবং ৮০ বছরের ইবাদতের সওয়াবও তার আমলনামায় লেখা হয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট দরূদটি পড়ার মাধ্যমে ৮০ বছরের সাওয়াব লাভ এবং গোনাহ মাফের ফজিলত লাভ করার তাওফিক দান করুন।

দরূদের সবচেয়ে বড় উপকারিত পরকালের কঠিন দিনে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.