সালাম ফেরানোর পর যে দোয়া পড়তে হয়
উপকারি জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমলের জন্য আল্লাহর অনুগ্রহের বিকল্প নেই। যারা আল্লাহর কাছে চাইবে মহান আল্লাহ তাদের এ জিনিসগুলো দান করবেন। এ কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফেরানোর পরপরই মহান আল্লাহর কাছে এভাবে ধরণা দিতেন-
اللَّهُمَّ
إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ
: আল্লাহুম্মা ইন্নি
আসআলুকা
ইলমান
নাফিআ,
ওয়া
রিযকান
ত্বইয়্যেবান
ওয়া
আমালান
মুতাকাব্বালা।’
অর্থ
: হে
আল্লাহ!
আমি
আপনার
কাছে
উপকারি
জ্ঞান
চাই;
পবিত্র
রিজিক
চাই
এবং
কবুলযোগ্য
আমলের
প্রার্থনা
করি।’
(নাসাঈ
৯২৫)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফেরানোর পরপরই তাঁর কাছে এ দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। তিনি মানুষকে উপকারি জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল দান করুন। আমিন।
No comments