সালাম ফেরানোর পর যে দোয়া পড়তে হয়

উপকারি জ্ঞান, পবিত্র রিজিক কবুলযোগ্য আমলের জন্য আল্লাহর অনুগ্রহের বিকল্প নেই। যারা আল্লাহর কাছে চাইবে মহান আল্লাহ তাদের জিনিসগুলো দান করবেন। কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফেরানোর পরপরই মহান আল্লাহর কাছে এভাবে ধরণা দিতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিযকান ত্বইয়্যেবান ওয়া আমালান মুতাকাব্বালা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারি জ্ঞান চাই; পবিত্র রিজিক চাই এবং কবুলযোগ্য আমলের প্রার্থনা করি।’ (নাসাঈ ৯২৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফেরানোর পরপরই তাঁর কাছে দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। তিনি মানুষকে উপকারি জ্ঞান, হালাল রিজিক কবুলযোগ্য আমল দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.