আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া

আল্লাহর ইবাদত-বন্দেগি করতে পারার শুকরিয়া স্বরূপ দোয়াটি পড়তে হয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর আল্লাহর ইবাদত-বন্দেগি করতে পারার শুকরিয়া স্বরূপ ছোট ছন্দময় চমৎকার দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অছিয়ত করেন যে, প্রত্যেক নামাজের পর যেন উক্ত দোয়াটি পাঠ করেন। দোয়াটি হলো-

اَللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে সাহায্য কর যেন, আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞপন করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত-বন্দেগি করতে পারি।’ (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

অতএব উম্মাতে মুসলিমার উচিত প্রত্যেক নামাজের পর গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করার তাওফিক কামনায় নামাজের পরপর দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া।

আল্লাহ তাআলা সবাইকে দোয়াটির মাধ্যমে ইবাদত করতে পারার শুকরিয়া আদায় উত্তম ইবাদত-বন্দেগির তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.