যে সময় দোয়া করলে কবুল হয়।

বিভিন্ন হাদিস থেকে আমরা দোয়া কবুলের সময় সম্পর্কে জানতে পারি। নিম্নে দোয়া কবুল হওয়ার সময় গুলো তুলে ধরা হলো।
১) লাইলাতুল কদরের রাতে। (তিরমিযি, ৩৫১৩)
২) ফরজ সালাতের পর। (তিরমিযি, ৩৪৯৯)
৩) শেষ রাতে। (বুখারি, ১১৪৫)
৪) আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়। (আবূ দাঊদ, ৫২১)
৫) ফরয সালাতের আযানের সময়। (আবূ দাঊদ, ২৫৪০)
৬) ইকামাতের সময়। (ইবনু হিব্বান, ১৭৬৪)
৭) বৃষ্টির সময়। (আবূ দাঊদ, ২৫৪০)
৮) আল্লাহর রাস্তায় লড়াই তীব্র আকার ধারণ করলে। (আবূ দাঊদ, ২৫৪০)
৯) প্রতি রাতে কিছু সময়। (মুসলিম, ৭৫৭)
১০) জুমুআর দিন আসরের পর। (আহমাদ, ২/২৭২)
১১) সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়। (ইবনু মাজাহ, ৩০৬২)
১২) সালাতের সাজদায়। (মুসলিম, ৪৮২)
১৩) রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুআ পড়ার পর। (বুখারি, ১১৫৪)
১৪) দুআ ইঊনুস পাঠ করার পর। (তিরমিযি, ৩৫০৫)
১৫) মুসিবতের সময় নির্দিষ্ট দুআ পাঠ করলে। (মুসলিম, ৯১৮)
১৬) কারও মৃত্যুর পর যখন সমবেত মানুষ দুআ করে। (মুসলিম, ৯২০)
১৭) সালাতের শুরুতে বিশেষ দুআ। (মুসলিম, ৬০১)
১৮) সালাতে সূরা ফাতিহা পড়ার সময়। (মুসলিম, ৩৯৫)
১৯) রুকূ থেকে ওঠার সময়। (বুখারি, ৭৯৯)
২০) সূরা ফাতিহার পর ফেরেশতাদের আমীন বলার সময়। (বুখারি, ৭৯৯)
২১) রুকূ থেকে উঠে বিশেষ দুআ পড়ার সময়। (বুখারি, ৭৯৬)
২২) সালাতের শেষ বৈঠকে নবি সাঃ এর ওপর দরুদ পড়ার পর। (তিরমিযি, ৫৯৩)
২৩) সালাতে সালাম ফেরানোর আগে। (নাসাঈ, ১৩০০)
২৪) ওযুর পর নির্দিষ্ট দুআ পাঠকালে। (মুসলিম, ২৩৪)
২৫) আরাফার দিন আরাফার ময়দানে। (তিরমিযি, ৩৫৮৫)
২৬) সূর্য ঢলে পড়ার পর, যুহরের আগে। (তিরমিযি, ৪৭৮)
২৭) রমাদান মাসে। (বুখারি, ১৮৯৮)
২৮) যিকরের মজলিশে মুসলিমদের সমাবেশে। (বুখারি, ৬৪০৮)
২৯) মোরগ ডাকার সময়। (বুখারি, ৩৩০৩)
৩০) নেক কাজের ওসীলা দিয়ে দুআ করলে। (বুখারি, ২২১৫)
৩১) যুল হিজ্জাহ মাসের প্রথম দশ দিন। (বুখারি, ৯৬৯)

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.