হজে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে করণীয়
হজ পালনকালে অনিচ্ছাবশত ত্রুটি-বিচ্যুতি বা নিয়মের ব্যতিক্রম ঘটে যায়। এগুলোকে হজের পরিভাষায় জিনায়াত বলা হয়। এ সব ত্রুটি বিচ্যুতির মধ্যে কিছু বিষয় আছে অনেক বড় আবার কিছু বিষয় আছে ছোট। আবার কিছু বিষয় আছে যা একেবারে সাধারণ পর্যায়ের; যার কোনো কাজা বা কাফফারা নেই।
তবে হজের সময় অনিচ্ছায় ঘটে যাওয়া ত্রুটি বা বিষয়গুলোর গুরুত্ব ও লঘুত্ব বিবেচনায় কয়েকটি বিধান রয়েছে। আর তাহলো- দম, বুদনা ও সাদকা।
দম
একটি ছাগল, ভেড়া বা দুম্বা জবেহ করা। গরু, মহিষ বা উট হলে তার ৭ ভাগের এক ভাগ দেয়া।
- যদি কেউ হজ বা ওমরার ওয়াজিব আদায়ে ভুল করে ফেলে অথবা ইহরামের নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে তবে তাকে দম দিতে হবে।
- আবার অনেক সময় একাধিক দমও দিতে হয়। কারণ ইহরাম অবস্থায় কিরান হজ পালনকারী হাজি তার ত্রুটির জন্য হজ ও ওমরা উভয়টির নিয়তের কারণে ওমরার আগেই ২টি দুম দিতে হয়। কেননা কিরান হজ পালনকারী ব্যক্তি এক ইহরামেই হজ ও ওমরা পালন করবে।
বুদনা
একটি
পূর্ণ
গরু
বা
উট
কুরবানি
দেয়া।
এটা
দুটি
কাজের
সংঘটিত
হলে
দিতে
হয়-
- জানাবাত তথা
গোসল
ফরজ
অবস্থায়
অথবা
হায়েজ
(ঋতুস্রাব)
ও
নিফাস
(সন্তান
জন্মদানের
পর
রক্ত
নির্গত
হওয়া)
অবস্থায়
কাবা
শরিফ
তাওয়াফ
করলে
এবং
- ওকুফে আরাফা
বা
আরাফাতের
ময়দানে
অবস্থানের
পর
মাথা
মুণ্ডনের
আগে
স্ত্রীর
সঙ্গে
সহবাস
করলে
পূর্ণ
গরু
বা
উট
কুরবানি
দিতে
হয়।
সাদকা
ফিতরা অথবা ১ কেজি ৭৫০ গ্রাম গম বা তার মূল্য দান করাকে বোঝায়।
- সাধারণত ইহরাম অবস্থায় নিষিদ্খ কাজগুলো কোনোটি করলে অথবা হরম এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিবিধান স্বরূপ ‘দম’ দেয়ার পাশাপাশি ক্ষেত্র বিশেষ সাদকাও দিতে হয়।
- এ সব সাদকা আদায়ে কেউ এক বা দু মুষ্টি গম দ্বারা আদায় করতে পারে।
- আবার কোনো কোনো ক্ষেত্রে পৌনে ২ সের (১ কেজি ৭৫০ গ্রাম্র) গম বা আটা দ্বারা আদায় করতে পারে।
- আবার কোনো কোনো ক্ষেত্রে সাড়ে ৩ সের (৩ কেজি ৫০০ গ্রাম) গম বা আটা সাদকা হিসেবে দিতে হয়।
মনে রাখতে হবে
হজের যে ৩টি কাজ ফরজ এর কাজা আদায় করতে হবে। এ কাজে ভুল হলে তার কোনো কাজা নেই। পরের বছর পুনরায় এ কাজগুলো আদায় করার মাধ্যমে কাফফারা আদায় করতে হবে।
সুতরাং হজ ও ওমরা আদায়ে অবশ্যই নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাতে এমন কোনো নিষিদ্ধ কাজ না হয়; যার কারণে দম, বুদনা বা সাদকা দিতে হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ও ওমরার কাজগুলো ধীরস্থিরভাবে পালন করার তাওফিক দান করুন। দম, বুদনা ও সাদকা দেয়ার মতো কাজ থেকে হেফাজত করুন। আমিন।
No comments