হজে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে করণীয়

হজ পালনকালে অনিচ্ছাবশত ত্রুটি-বিচ্যুতি বা নিয়মের ব্যতিক্রম ঘটে যায়। এগুলোকে হজের পরিভাষায় জিনায়াত বলা হয়। সব ত্রুটি বিচ্যুতির মধ্যে কিছু বিষয় আছে অনেক বড় আবার কিছু বিষয় আছে ছোট। আবার কিছু বিষয় আছে যা একেবারে সাধারণ পর্যায়ের; যার কোনো কাজা বা কাফফারা নেই।

তবে হজের সময় অনিচ্ছায় ঘটে যাওয়া ত্রুটি বা বিষয়গুলোর গুরুত্ব লঘুত্ব বিবেচনায় কয়েকটি বিধান রয়েছে। আর তাহলো- দম, বুদনা সাদকা।

দম
একটি ছাগল, ভেড়া বা দুম্বা জবেহ করা। গরু, মহিষ বা উট হলে তার ভাগের এক ভাগ দেয়া।

- যদি কেউ হজ বা ওমরার ওয়াজিব আদায়ে ভুল করে ফেলে অথবা ইহরামের নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে তবে তাকে দম দিতে হবে।
- আবার অনেক সময় একাধিক দমও দিতে হয়। কারণ ইহরাম অবস্থায় কিরান হজ পালনকারী হাজি তার ত্রুটির জন্য হজ ওমরা উভয়টির নিয়তের কারণে ওমরার আগেই ২টি দুম দিতে হয়। কেননা কিরান হজ পালনকারী ব্যক্তি এক ইহরামেই হজ ওমরা পালন করবে।

বুদনা
একটি পূর্ণ গরু বা উট কুরবানি দেয়া। এটা দুটি কাজের সংঘটিত হলে দিতে হয়-
- জানাবাত তথা গোসল ফরজ অবস্থায় অথবা হায়েজ (ঋতুস্রাব) নিফাস (সন্তান জন্মদানের পর রক্ত নির্গত হওয়া) অবস্থায় কাবা শরিফ তাওয়াফ করলে এবং
- ওকুফে আরাফা বা আরাফাতের ময়দানে অবস্থানের পর মাথা মুণ্ডনের আগে স্ত্রীর সঙ্গে সহবাস করলে পূর্ণ গরু বা উট কুরবানি দিতে হয়।

সাদকা
ফিতরা অথবা কেজি ৭৫০ গ্রাম গম বা তার মূল্য দান করাকে বোঝায়।
- সাধারণত ইহরাম অবস্থায় নিষিদ্খ কাজগুলো কোনোটি করলে অথবা হরম এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিবিধান স্বরূপদমদেয়ার পাশাপাশি ক্ষেত্র বিশেষ সাদকাও দিতে হয়।
- সব সাদকা আদায়ে কেউ এক বা দু মুষ্টি গম দ্বারা আদায় করতে পারে।
- আবার কোনো কোনো ক্ষেত্রে পৌনে সের ( কেজি ৭৫০ গ্রাম্র) গম বা আটা দ্বারা আদায় করতে পারে।
- আবার কোনো কোনো ক্ষেত্রে সাড়ে সের ( কেজি ৫০০ গ্রাম) গম বা আটা সাদকা হিসেবে দিতে হয়।

মনে রাখতে হবে
হজের যে ৩টি কাজ ফরজ এর কাজা আদায় করতে হবে। কাজে ভুল হলে তার কোনো কাজা নেই। পরের বছর পুনরায় কাজগুলো আদায় করার মাধ্যমে কাফফারা আদায় করতে হবে।

সুতরাং হজ ওমরা আদায়ে অবশ্যই নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাতে এমন কোনো নিষিদ্ধ কাজ না হয়; যার কারণে দম, বুদনা বা সাদকা দিতে হয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ওমরার কাজগুলো ধীরস্থিরভাবে পালন করার তাওফিক দান করুন। দম, বুদনা সাদকা দেয়ার মতো কাজ থেকে হেফাজত করুন। আমিন।

No comments

Powered by Blogger.