বেদখল হওয়া সম্পদ ফিরে পেতে যে আমল করবেন

আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি হলো আদ-দার্রু (اَلضَّارُّ) নামের আমলে মানুষ উচ্চ মর্যাদা লাভ করে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।

আল্লাহর গুণবাচক নাম (اَلضَّارُّ) ‘আদ-দার্রু’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আদ-দার্রু
অর্থ : ‘যাকে ইচ্ছা অকল্যাণ পৌছান

ফজিলত আমল
-
এমন অনেক মানুষ রয়েছে যাদের অর্থ-সম্পদ জায়গা-জমি থাকা সত্ত্বেও তারা তা ভোগ-দখল করতে পারে না। নিজ জমিতে বসবাস করতে পারে না। বেদখল হওয়া সম্পদ ফিরে পেতে বা নিজের জমিতে বসবাস করতে হলে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلضَّارُّ)‘ ‘আদ-দার্রু’-এর আমল করা যেতে পারে।

জুমআর রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلضَّارُّ) ‘আদ-দার্রু১০০ বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা তাকে উক্ত সম্পদ জায়গা-জমি ব্যবহারের সুযোগ করে দেন।

আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلضَّارُّ) ‘আদ-দার্রু’-এর আমলের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমাজে উঁচু মর্যাদা দান করেন।

সুতরাং যাদের অর্থ-সম্পদ জায়গা-জমি কেউ অন্যায়ভাবে দখল করে তবে তাদের উচিত আল্লাহ তাআলার গুণবাচক নামের ছোট্ট আমলটি করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর গুণবাচক নামের আমলের মাধ্যমে বেদখল হওয়া সম্পদ ফিরে পেয়ে উঁচু মর্যাদা লাভ করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.