সুস্বাস্থ্যের জন্য প্রিয়নবি যে দোয়া বেশি পড়তেন

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন দুনিয়ার সর্বোত্তম চরিত্র সুস্বাস্থ্যের অধিকারী। তার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, ‘নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী।

তারপরও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্বাস্থ্য, নিষ্কুলুষ চরিত্র, আমানতদারি সুন্দর স্বভাবের জন্য সব সময় দোয়াটি বেশি বেশি পড়তেন।

মানুষ যদি প্রিয়নবির দোয়াটি বেশি বেশি পড়ে তবে আল্লাহ তাআলা তাদেরকে স্বচ্চরিত্র, আমানতদারি সুন্দর স্বভাব দান করবেন। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন-

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্র গঠনে অনেক বেশি পরিমাণে দোয়া পড়তেন-

اَللهُمَّ اِنِّىْ أَسْألُكَ الصِّحْةَ وَ الْعِفَّةَ وَ الْاَمَانَةَ وَ حُسْنُ الْخُلُقِ وَ الرِّضَاءِ بِالْقَدْرِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস সিহ্তা ওয়াল ইফ্ফাতা ওয়াল আমানাতা ওয়া হুস্নুল খুলুক্বি ওয়ার রিদায়ি বিলক্বাদরি।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে সু-স্বাস্থ্য, নিষ্কুলুষ চরিত্র, আমানতদারি, সুন্দর স্বভাব এবং ভাগ্যের সন্তুষ্টি কামনা করছি।’ (আদাবুল মুফরাদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার পাশাপাশি প্রিয়নবির শেখানো দোয়ার মাধ্যমে নিজেদের সুস্থ্য রাখতে নিষ্কুলুষ চরিত্রবান সুন্দর স্বভাব আমানতদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.