বিতর নামাজের পর যে ছোট্ট তাসবিহ পড়তেন বিশ্বনবি

বিতর নামাজ পড়া মুমিন মুসলমানের জন্য আবশ্যক। ইশা নামাজ আদায় করার পর নামাজ পড়তে হয়। রাকাআতের নামাজ পড়ার পর রয়েছে ছোট্ট একটি তাসবিহ। যা মহান রাব্বুল আলামিনের প্রশংসামূলক তাসবিহ।

বিতর নামাজে মুমিন মুসলমান আল্লাহর প্রশংসা গুণগানের পর তার কাছে দুনিয়া পরকালের সফলতা লাভে অনেক দোয়া করে থাকে। প্রশংসা কামনা-বাসনাগুলো দোয়া কুনুতে ভরপুর। বিতর নামাজ শেষে তাসবিহ পড়তেন বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরের নামাজের সালাম ফেরানোর পর ( বার) এই দোয়া পড়তেন-
سُبْحَانَ المَلِكِ الْقُدُّوْس
উচ্চারণ : ‘সুবহানাল মালিকিল কুদ্দুস
অর্থ : ‘পূতপবিত্র রাজাধিরাজ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি’(মিশকাত)

তাই মুমিন মুসলমানের উচিত সুন্নাতের অনুসরণে বিতর নামাজের পর ছোট্ট তাসবিহটি বার পড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়অ সাল্লাম অনুসরণ অনকুরণে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিতর নামাজের পর উল্লেখিত ছোট্ট তাসবিহটি যথাযথ পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.