বিতর নামাজের পর যে ছোট্ট তাসবিহ পড়তেন বিশ্বনবি
বিতর
নামাজে
মুমিন
মুসলমান
আল্লাহর
প্রশংসা
ও
গুণগানের
পর
তার
কাছে
দুনিয়া
ও
পরকালের
সফলতা
লাভে
অনেক
দোয়া
করে
থাকে।
এ
প্রশংসা
ও
কামনা-বাসনাগুলো
দোয়া
কুনুতে
ভরপুর।
বিতর
নামাজ
শেষে
এ
তাসবিহ
পড়তেন
বিশ্বনবি।
হাদিসে
এসেছে-
হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরের নামাজের সালাম ফেরানোর পর (৩ বার) এই দোয়া পড়তেন-
سُبْحَانَ المَلِكِ الْقُدُّوْس
উচ্চারণ :
‘সুবহানাল মালিকিল কুদ্দুস’
অর্থ :
‘পূতপবিত্র রাজাধিরাজ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি’(মিশকাত)
তাই
মুমিন
মুসলমানের
উচিত
সুন্নাতের
অনুসরণে
বিতর
নামাজের
পর
ছোট্ট
এ
তাসবিহটি
৩
বার
পড়ে
প্রিয়
নবি
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়অ
সাল্লাম
অনুসরণ
ও
অনকুরণে
আল্লাহ
পবিত্রতা
ও
মহিমা
ঘোষণা
করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিতর নামাজের পর উল্লেখিত ছোট্ট তাসবিহটি যথাযথ পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
No comments