বছরের শুরুতে যে দোয়া বেশি পড়বেন মুমিন

শুরু হয়েছে ইংরেজি সাল। বছরজুড়ে নিজেদের জীবন ঈমানের হেফাজতে আল্লাহর কাছে ধরণা ধরার বিকল্প নেই। তাই নতুন বছরের শুরুতে নিজেদের ঈমান ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি, সমৃদ্ধি উন্নতির দোয়া করা যেমন জরুরি তেমনি জিন মানুষ শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি রোনাজারি করা। দোয়াটি হলো-

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।’ (আল-মুঝাম আল আওসাত)

অনুবাদ : `হে আল্লাহ! আমাদের ঈমান ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

আবার দোয়াটি পড়া যেতে পারে-
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ - ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِ

উচ্চারণ: ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার; ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি।

অনুবাদ : ‘হে অন্তর দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত দিনের আবর্তনকারী! হে সময় অবস্থা পরিবর্তনকারী! সব সময় আমাদের অবস্থা অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নতুন বছরের শুরুতেই দোয়াগুলোর মাধ্যমে বছরব্যাপী সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.