ঈমানি জীবন ও মৃত্যু লাভে যেভাবে দোয়া করবে মুমিন

মুমিন মুসলমানের একান্ত চাওয়া হলো- সহজ সরল পথ। যে পথের ওপর অটল অবিচল থাকার জন্য কুরআন-সুন্নায় অনেক নসিহত করা হয়েছে। যারা সিরাতাল মুসতাক্বিমের ওপর অটল অবিচল থাকবে তারা দুনিয়াতে যেমন পাবে ঈমানের স্বাদ তেমনি তাদের জন্য মৃত্যুর সময় ঈমানি মৃত্যুও সুনিশ্চিত।

দুনিয়ায় মানুষের ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ, ঈমানি মৃত্যু লাভ এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের বিকল্প নেই। তাই কুরআন-সুন্নাহভিত্তিক জীবন পরিচালনার পাশাপাশি নির্জনে আল্লাহর কাছে ধরণা দেয়া একান্ত জরুরি।

ঈমানি জীবন মৃত্যু লাভের মাধ্যমে পরকালের শান্তি পেতে আল্লাহর কাছে এভাবে ধরণা ধরি-

(اَللَّهُمَّ) اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : ‘(আল্লাহুম্মা) ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন।
অর্থ : ‘(হে আল্লাহ!) আমাদের সহজ-সরল পথের হেদায়েত দিন। যাদের ওপর আপনি নেয়ামত দান করেছেন। (আমাদের) অভিশপ্ত পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখুন।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ
উচ্চারণ :‘ আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা আলামু।
অর্থ : ‘হে আল্লাহ! আমার জানামতে আপনার প্রতি শিরক হয়, এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার আশ্রয় চাই। আর আমার অজানায় ঘটে যাওয়া শিরক থেকেও ক্ষমা চাই।

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা মুছাররিফাল কুলুবি ছাররিফ কুলুবানা আলা ত্বাআতিকা।
অর্থ : হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন।’ (মুসলিম, মিশকাত)

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّت قَلْبِىْ عَلَى دِيْنِكَ
উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।
অর্থ : ‘হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দীনের উপর দৃঢ় রাখ। (তিরমিজি, মিশকাত)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
উচ্চারণ : ‘রাব্বানা লা তুযেগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আংতাল ওয়াহহাব।
অর্থ : ‘হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে ধাবিত করো না; এবং তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা।

মুমিন মুসলমানের উচিত জীবনের অন্তিম মুহূর্তে ঈমানি প্রশান্তির মৃত্যু লাভের জন্য গোপনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে রোনাজারি করা। কুরআন-সুন্নাহর দোয়াগুলো বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর ওপর যথাযথ আমল করার পাশাপাশি একান্ত তাঁর কাছে ঈমানের ব্যাপারে রোনাজারি বা ধরণা ধরার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.