কেয়ামতের ময়দানের আজাব থেকে মুক্তির আমল

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُحْصِيْ) ‘আল-মুহসিএকটি। পবিত্র নামের আমলের মাধ্যমে মানুষ হাশরের ময়দানের আজাব থেকে রক্ষা পাবে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُحْصِيْ) ‘আল-মুহসি-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-মুহসি
অর্থ : ‘সব সৃষ্ট জীবের হিসাব সংরক্ষণকারী

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُحْصِيْ) ‘আল-মুহসিশুক্রবার রাতে ১০০১ বার জিকির করবে; আল্লাহ তাআলা তাকে কবরের যাবতীয় আজাব এবং কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা আজাব থেকে রক্ষা করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবরের আজাব হাশরের ময়দানের ভয়াবহ আজাব কষ্ট থেকে ছোট্ট আমলের মাধ্যমে নাজাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.