ঈদের চাঁদ দেখেই যে দোয়া পড়বেন

আজ ২৯ রমজান। সন্ধ্যায় ঈদের চাঁদ তালাশ করবে মুমিন মুসলমান। কারণ হিজরি মাসের চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখে দোয়া পড়াও সুন্নাতি আমল। কেননা চাঁদ দেখার ওপর অনেক আমল ইবাদত নির্ভরশীল। কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নতুন চাঁদ দেখতে বলতেন এবং তিনি নিজেও চাঁদ দেখতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি কল্যাণের জন্য এভাবে দোয়া করতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : ’আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : ’আল্লাহ মহান, হে আল্লাহ! নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

 

উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে হিজরি মাস গণনা শুরু হয়। আরবি (হিজরি) মাসের নতুন চাঁদ দেখলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন। নতুন চাঁদ দেখে দোয়াটি পড়া নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈদের নতুন চাঁদ দেখে আল্লাহর সন্তুষ্টি কল্যাণে পেতে হাদিসে উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দান করুন। ঈমানি শান্তির জীবন যাপন যাবতীয় অনিষ্ট থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.