আল্লাহর কাছে সব সময় যে দোয়া করা জরুরি

আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় সৃষ্টি হলো মানুষ। মানুষকে বড় ভালবেসে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছেন।

মানুষের উচিত সৃষ্টির সেরা জীবের সম্মান মর্যাদা রক্ষায় সর্বদা আল্লাহ তাআলার নিকট সার্বিক বিষয়ে সাহায্য প্রার্থনা করা।

আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার সব অনিষ্ট থেকে হেফাজত থাকতে কুরআনে পাকে অনেক দোয়া নসিহত পেশ করেছেন।

দুনিয়াতে ক্ষতিকর এমনই অনেক বিষয়ে নিরাপদ থাকতে কুরআনুল কারিম থেকে একটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ
রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখত্বানা;
রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরাং কামা হামালতাহু আলাল লাজিনা মিনং ক্বাবলিনা;
রাব্বানা ওয়া লা তুহামমিলনা মা লা ত্বাকাতা লানা বিহি;
ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা আংতা মাওলানা
ফাংচুরনা আলাল কাওমিল কাফিরিন।’ (সুরা বাকারা : আয়াত ২৮৬)

অর্থ :
হে আমাদের পালনকর্তা! যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তাহলে তুমি আমাদের অপরাধী করো না;
হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তী লোকদের প্রতি যেমন দায়িত্ব অর্পন করেছ
আমাদের প্রতি তেমন দায়িত্ব অর্পন করো না;
হে আমাদের পালনকর্তা! এমন দায়িত্ব/ভার/বোঝা আমাদের ওপর অর্পন করো না
যা বহন করার শক্তি আমাদের নেই;
তুমি আমাদেরকে ক্ষমা করো; আমাদের পাপ/গোনাহ মোচন করো
আমাদের প্রতি দয়া করো; তুমিইতো আমাদের অভিভাবক।
অতএব সত্যা প্রত্যাখ্যানকারী অবিশ্বাসী সম্প্রদায়ের বিপরীতে আমাদেরকে বিজয় দান করো। (আমিন)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁরই শেখানো ভাষায় তাঁর নিকট আবেদন করার মাধ্যমে সব অকল্যাণ থেকে সার্বিক সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.