কাঙ্ক্ষিত পদ-পদবি বা দায়িত্ব লাভে যে আমল করবেন

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে। গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ফজিলত রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلْمَتِيْنُ) ‘আল-মাতিনুএকটি। পবিত্র নামের আমলের মাধ্যমে পদ-পদবি বা কাঙ্ক্ষিত দায়িত্ব পাওয়া যাবে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمَتِيْنُ) ‘আল-মাতিনু জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-মাতিনু
অর্থ : ‘সব বিষয়ে সর্বাধিক দৃঢ়

আল্লাহরগুণবাচক নাম (اَلْقَوِيُّ)-এর আমলশক্তিশালী শত্রুকে প্রতিহত করার আমল

ফজিলত
>>
কোনো মানুষ যদি কোনো পদ-পদবি বা দায়িত্বপ্রাপ্ত হতে চায়; তা হতে পারে কোনো চাকরি বা প্রতিষ্ঠানের পদ অথবা কোনো অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হতে চায় তবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمَتِيْنُ) ‘আল-মাতিনু আমলের মাধ্যমে তা অর্জন করা সম্ভব।

আমল
আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمَتِيْنُ) ‘আল-মাতিনু’- রোববার সকালে ৩৬০ বার পাঠ করে তবে সে ওই পদপ্রাপ্ত হবে।

পরিশেষে...

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর পদ-পদবি বা চাকরির পছন্দসই পদ পেতে ছোট্ট আমলটি করে যথাযথ উকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.