আল্লাহর স্মরণে অন্তর জিন্দা রাখার আমল

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে। গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ফজিলত রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْبَاعِثُ) ‘আল-বায়িছুএকটি। পবিত্র নামের আমলে আল্লাহ তাআলা তাঁর বান্দার দিল বা অন্তরকে সব সময় জিন্দা রাখেন।

আল্লাহর গুণবাচক নাম (اَلْبَاعِثُ) ‘আল-বায়িছু’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-বায়িছু
অর্থ : ‘মৃতদেরকে কবর থেকে ওঠিয়ে জীবন দানকারী, অমনোযোগীদের অন্তরকে সচেতনকারী

আল্লাহরগুণবাচক নাম (اَلْمَجِيْدُ)-এর আমল

ফজিলত
>>
যদি কোনো ব্যক্তি নিজের অন্তরে প্রকৃত জিন্দা রাখতে চায়; সে যেন রাতে ঘুমাতে যাওয়ার সময় বুকের ওপর হাত রেখে ১০১ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْبَاعِثُ) ‘আল-বায়িছুপাঠ করে। আশা করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিল বা আত্মাকে সর্বদা জিন্দা রাখবেন।

পরিশেষে...
যারা দুনিয়ার পেরেশানিতে ব্যস্ত; তাদের জন্য আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তাই যারা দুনিয়াবি কাজে ব্যস্ত তাদের জন্য সব সময় রাতের বেলায় ছোট্ট আমলটি করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবাইকে উল্লেখিত ছোট্ট আমলটি করে নিজেদের দিল বা অন্তরকে আল্লাহর স্মরণে তাজা বা জিন্দা রাখতে ছোট্ট আমলটি করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.