নতুন মাসে সাহাবায়েকেরাম যে দোয়াটি বেশি পড়তেন

কুরআনের ঘোষণা সম্মানিত মাস মহররম দিয়ে হিজরি বছর শুরু হয়। নতুন বছর নতুন মাসে একাধিক দোয়া পড়ার কথা এসেছে হাদিসে। নতুন বছর নতুন মাসের শুরুতে সাহাবায়েকেরাম যে দোয়াটি বেশি পড়তেন, ঈমান কল্যাণ বৃদ্ধিতে সে দোয়াটি ১৪৪২ হিজরি বছরের দ্বিতীয় মাস সফরের শুরুতেও পড়া যেতে পারে।

ইমাম আবুল কাছেম বাগাভী রাহমাতুল্লাহি আলাইহিমুজামুস সাহাবাগ্রন্থে বিশুদ্ধ সনদে নতুন বছরের শুরুতে নতুন মাসে পড়ার একটি দোয়া তুলে ধরছেন। বিশিষ্ট সাহাবি হজর আবদুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন-
'
সাহাবায়ে কেরাম নতুন বছর নতুন মাসের শুরুর দোয়াটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে গুরুত্ব সহকারে কুরআনুল কারিম শিখতেন। তাহলো-
اللّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالِإيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ وَجِوَارٍ مِنَ الشَّيطَانِ وَرِضوَانٍ مِنَ الرَّحْمنِ
উচ্চারণ : 'আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিলআমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া ঝিওয়ারিম মিনশ শায়ত্বানি ওয়া রিদওয়ানিম মিনার রাহমান।'
অর্থ : 'হে আল্লাহ! নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ইসলামের সঙ্গে উদয় কর। আর আমাদের শয়তান থেকে সুরক্ষা দয়াময় আল্লাহর সন্তুষ্টির সঙ্গে রাখ।’ (মুজামুস সাহাবাহ)

উল্লেখ্য যে, ১৪৪২ হিজরির প্রথম মাস মহররম ২৯ দিনে সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর মোতাবেক ২৯ মহররম (শুক্রবার) সন্ধ্যায় সফর মাসের চাঁদ দেখা যাওয়ার ফলে ১৯ সেপ্টেম্বর শনিবার সফর মাস শুরু হয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবায়ে কেরামের পালনীয় নতুন বছর নতুন মাসের শুরুতে পড়ার দোয়াটি বেশি বেশি পড়ে ঈমান ইসলামের উপর থাকার এবং শয়তানের প্ররোচনা থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.