অজানা সব মহামারি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

প্রাণঘাতী মহামারি করোনায় বিশ্বব্যাপী এক অজানা আতঙ্ক বিরাজ করছে। দিন দিন যেমন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে আবার মারা যাচ্ছে অনেক মানুষ। এরই মধ্যে নতুন আরেক ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। করোনাসহ নতুন নতুন অজানা আতঙ্ক মহামারি থেকে মুক্তি লাভে আল্লাহর সাহায্যের বিকল্প নেই।

তাই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করা সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর কাছে করোনাসহ নতুন নতুন সব মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকতে দোয়া করা যেতে পারে। আর তাহলো-

يَا مُنْزِلَ الشِّفَآءِ وَ مُذْهِبَ الدَّآءِ اَنْزِلْ عَلٰى وَجَعِيَ الشِّفَآءِ. اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمَاً
উচ্চারণ :‘ ইয়া মুংযিলাশ-শিফায়ি ওয়া মুজহিবাদ দায়ি আংযিল আলা ওয়াঝায়িয়াশ-শিফায়ি, ইশফি আংতাশ-শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়ুগাদিরু সাক্বামা।

অর্থ : হে সুস্থতা নাজিলকারী। হে রোগের প্রতিষেধক দানকারী। আমাদের জন (সব মহামারি) রোগ থেকে সুস্থ হয়ে ওঠার শেফা/চিকিৎসা নাজিল করুন। আপনি সুস্থতা দান করুন। আপনিই রোগ নিরাময়কারী। আপনি ছাড়া সুস্থতা দানকারী আর কেউ নেই। এমন সুস্থতা দান করুন, যাতে আমাকের মধ্যে আর কোনো রোগ অবশিষ্ট না থাকে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে করোনাসহ নতুন নতুন মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আত্মশুদ্ধি অর্জন সতর্কতা অবলম্বনের পাশাপাশি বেশি বেশি দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.