তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু)

তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু) :

اَلتَّحِيَّاتُ ِللهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ-

উচ্চারণ :  
আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ্ ছালাওয়া-তু ওয়াত্ ত্বাইয়িবা-তু আসসালা-মুআলায়কা আইয়ুহান নাবিইয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু। আসসালা-মুআলায়না ওয়া ‘আলা ‘ইবা-দিল্লা-হিছ ছা-লেহীন। আশহাদু আল লা-ইলা-হাইল্লাল্লা-হু ওয়া আশহাদু আনণা মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহু 
 
অনুবাদ :
যাবতীয় সম্মানযাবতীয় উপাসনা  যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হেনবীআপনার উপরে শান্তি বর্ষিত হৌক এবং আল্লাহর অনুগ্রহ  সমৃদ্ধি সমূহনাযিল হউক। শান্তি বর্ষিত হউক আমাদের উপরে  আল্লাহর সৎকর্মশীলবান্দাগণের উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যেআল্লাহ ব্যতীত কোন উপাস্য নেইএবং আমি সাক্ষ্য দিচ্ছি যেমুহাম্মাদ তাঁর বান্দা  রাসূল

No comments

Featured Post

চাকরি লাভের আমল, রিজিকে বরকত লাভের দোয়া

রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈসা ( আ .)

Powered by Blogger.